আমাদের কথা খুঁজে নিন

   

জলাবদ্ধতায় দুর্ভোগ ডিএনডি বাঁধের বাসিন্দাদের

বর্ষা মওসুমের শুরুতেই ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর ও শিল্পকারখানা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাঁধ-বেষ্টনির অভ্যন্তরের লাখো বাসিন্দা।
অনেকে বাড়িঘর ছেড়ে বাধ্য হয়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন। পানি নিষ্কাশনের খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ দুর্গতদের।
অবশ্য জেলা প্রশাসন জানিয়েছে বৃহস্পতিবার রাত নাগাদ পানি কমে আসবে।

দ্রুততার সঙ্গে পানি নিষ্কাশন কাজ চলছে।
এদিকে পানি নিষ্কাশন না হওয়ায় এবং পাম্প না চালানোর অভিযোগ এনে দুপুরে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। পাম্পগুলোও সচল রাখার অনুরোধ করা হয়েছে।
এলাকা ঘুরে দেখা গেছে টানা দুই দিনের বর্ষণের কারণে ফতুল্লার সস্তাপুর, লাল খাঁ, সেহাচর, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, তুষারধারা জালকুড়ি, ভূঁইগড়, লামপাড়া, রামারবাগ, নয়ামাটি, ওয়াপদারপুল, কতুবপুর, পাগলা চিতাশাল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআইখোলা, নতুন মহল্লা, মজিববাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগারপাড়, কোদালদাহ, বকশনগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেবপাড়া, বাগপাড়া, ধনকুন্ডাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।


জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টা নাগাদ পানি কিছুটা কমে আসবে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা গৃহবধূ পারভীন বেগম বলেন, তার বাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পানিতে নষ্ট হয়ে যাচ্ছে।

রান্নাঘরও পানিতে তলিয়ে থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
একই এলাকার ইউনাইটেড গার্মেন্টস মালিক নাসিমুল তারেক অভিযোগ করেন, পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল ও ভরাট করে ফেলায় পানি সরছে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
শিমরাইলের ডিএনডি পাম্পহাউসের নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, চারটি বড় পাম্পের পাশাপাশি ৫ কিউসেকের আরো ২২টি ছোট পাম্প চালু রয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আযম বলেন, ডিএনডির জলাবদ্ধতা নিরসনে তিনটি পাম্প চালু রাখা হয়েছে।

বর্তমানে পানি নিষ্কাশনের খালে দুই দশমিক দুই মিটার ধারণ ক্ষমতায় জায়গায় পানি রয়েছে ২ দশমিক ৬ মিটার। এই কারণে জলাবলদ্ধতার সৃষ্টি হয়েছে। আরো পাম্প বসানো প্রয়োজন।
তবে খাল দখল ও ভরাটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।
পাকিস্তান আমলে ইরি চাষের জন্য সেচ প্রকেল্পর অংশ হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে সেচ প্রকল্প গড়ে তোলা হয়।

৮৮ বন্যায় দেশের বিভিন্ন স্থানে পানিতে তলিয়ে গেলেও ডিএনডি বাঁধের অভ্যন্তর থাকে বন্যামুক্ত। এই কারণে সেখানে গড়ে উঠে বাড়িঘর, শিল্পকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে ডিএনডি বাঁধের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষের বসবাস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।