আমাদের কথা খুঁজে নিন

   

ডিএনডি নিয়ে এলো Hit The Link

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম মানুষ সবসময় যে কাজের সফটওয়্যারই বানাবে এমন কী কোন কথা আছে? থাকলে সরি, মাঝে মাঝে আমি এরকম দু'একটা বানাই যেটা কেনো বানাইছি তা আমি নিজেও জানি না। তারপরও যদি এটা কারো কাজে আসে তাহলে জেনে ভালো লাগবে। সফটওয়্যারটার মূল কাজ একে দেওয়া কোন ওয়েবপেজ এর লিংকে এটি ইউজার কর্তৃক প্রদত্ত সংখ্যক বার হিট করবে। একটির পর আরেকটি হিট, এক সংগে নয়। কোন টার্গেট মাথায় রেখে বানাই নাই, তবু একটু চিন্তা করে দেখতে পারেন, হয়তোবা কোন কাজ এটাকে দিয়ে করানো যেতেও পারে। মূল কাজ, ইউজার একটি ওয়েবপেজ এর লিংক দিবে এবং ১ থেকে ১০ (সহ) এর মধ্যে যে কোন একটি নাম্বার দিবে। সফটওয়্যারটি ঐ ওয়েবপেজ এ ঠিক তত সংখ্যক হিট / ভিজিট করবে। কোন টিউটোরিয়াল দেবার প্রয়োজন নেই। যে কেউ বুঝতে পারবেন। মূলত আমি আমার জন্য একটি "ডেস্কটপ সামু নোটিফায়ার" বানাইছি, এটা সেটা বানানোর আগে যেসব ব্যপার স্যাপার নিয়ে ঘাটাঘাটি করছিলাম সেসব থেকেই বেরিয়ে আসা আগাছা (যদিও যে কেউ এই আগাছাকে ওষুধের ন্যায় ব্যবহার করতে পারবে) -------------------------------------------------- সফটওয়্যার এর নাম: Hit The Link ক্রেডিট: Tanmay Chakrabarty সর্বশেষ ভার্সন: 1.0.1 ফাইল সাইজ: 141 KB হোস্টেড এট: Mediafire ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন -------------------------------------------------- ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।