আমাদের কথা খুঁজে নিন

   

ভণ্ডপীর আমজাদ প্রমাণ করিল যে_আমরা কোথায় আছি!

সত্য সব সময়ই সত্য, তবে আপেক্ষিকতার নিরিখে।

http://www.biplobiderkotha.com ভণ্ডপীর আমজাদ প্রমাণ করিল যে_আমরা কোথায় আছি! আমাদের কালচারাল উন্নতি কতটুকু হয়েছে! চেতনা কতটা স্বচ্ছ ও বিজ্ঞান মনস্ক! আমরা কতটা প্রগ্রেসিভ! কতখানি মূর্খ! ও ভণ্ড! অন্যদিকে ধর্ম ব্যবহার করে যা ইচ্ছা তাই করা যায়। ধর্মকে ব্যবহার করে সব চেয়ে বেশি অপকর্ম করা সম্ভব----------তাহার প্রমাণ_ভণ্ডপীর আমজাদ। NB: এই কথাগুলো লেখার একটাই মানে আর তা হলোঃ ওই ভয়ংকর ও বিকৃত চিকিৎসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই এলাকার শত শত লোকজন দেখেছে। অথচ কেউ কোনো প্রতিবাদ করেনি।

কি অদ্ভূত বিষয়! আলীফ লায়লা-কেও হার মানিয়েছে! তাহলে ওই এলাকায় কি একটা শিক্ষিত লোক ছিল না? ছিলো। তারা বিএ, এম এ ডিগ্রীধারী ধর্মান্ধ অশিক্ষিত মুসলীম। যারা বিজ্ঞানকে ভয় পায়। এই ভণ্ডগুলোরও বিচার হওয়া প্রয়োজন। এরাই ভণ্ডপীর আমজাদকে আশ্রয় দিয়ে রেখেছিলো।

এরা আমজাদের চেয়েও ভণ্ড...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।