মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
http://www.biplobiderkotha.com
ভণ্ডপীর আমজাদ প্রমাণ করিল যে_আমরা কোথায় আছি!
আমাদের কালচারাল উন্নতি কতটুকু হয়েছে!
চেতনা কতটা স্বচ্ছ ও বিজ্ঞান মনস্ক!
আমরা কতটা প্রগ্রেসিভ!
কতখানি মূর্খ!
ও ভণ্ড!
অন্যদিকে ধর্ম ব্যবহার করে যা ইচ্ছা তাই করা যায়। ধর্মকে ব্যবহার করে সব চেয়ে বেশি অপকর্ম করা সম্ভব----------তাহার প্রমাণ_ভণ্ডপীর আমজাদ।
NB: এই কথাগুলো লেখার একটাই মানে আর তা হলোঃ ওই ভয়ংকর ও বিকৃত চিকিৎসা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই এলাকার শত শত লোকজন দেখেছে। অথচ কেউ কোনো প্রতিবাদ করেনি।
কি অদ্ভূত বিষয়! আলীফ লায়লা-কেও হার মানিয়েছে!
তাহলে ওই এলাকায় কি একটা শিক্ষিত লোক ছিল না?
ছিলো। তারা বিএ, এম এ ডিগ্রীধারী ধর্মান্ধ অশিক্ষিত মুসলীম। যারা বিজ্ঞানকে ভয় পায়। এই ভণ্ডগুলোরও বিচার হওয়া প্রয়োজন। এরাই ভণ্ডপীর আমজাদকে আশ্রয় দিয়ে রেখেছিলো।
এরা আমজাদের চেয়েও ভণ্ড...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।