আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা আপনি যদি সুন্দর একটা ফুল দেখেন তবে কি করবেন............



আচ্ছা আপনি যদি সুন্দর একটা ফুল দেখেন তবে কি করবেন............ ১) ফুলটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখবেন.........আর ভাববেন.........। । প্রকৃ্তি কি সুন্দর করেই না তাকে তৈ্রি করেছেন। গাছের ফুল গাছেই সুন্দর ভেবে শুধু তাকিয়ে দেখবেন। ২) এত সুন্দর ফুল একটু গন্ধ না নিলে কেমন হয়।

এই ভেবে গন্ধ নিবেন। কিন্তু প্রকৃ্তির সৌন্দযের্র কথা ভেবে গন্ধ নিয়েই চলে যাবেন। ৩) সুন্দর সব কিছুই আপনি নিজ়ের করে চান। ফুলটা আপনি ছিড়ে নিবেন। পরম যত্নে রাখবেন।

৪) সৌন্দযর্র্র্ সবটুকু সবটুকু স্বাদ আপনি নিতে চান। এ জন্য আপনি ফুলটাকে ছিড়ে দেখতে চাইবেন। ফুলের উপর দিয়ে আপনি যাই করেন কেউ খুব বেশী কিছু বলবে বলে মনে হয়না। কিন্তু ফুল এর জ়ায়গায় যদি একটা সুন্দর মেয়ে হয় ........যার সৌন্দযর্র্র্ আপনার কাছে প্রকাশিত ...তবে আপনি কি করবেন। আপনি যা করবেন তাতে আপনি বাইরে থেকে এই কাজ দেখলে কি করতেন........................ প্লিজ় কেউ আবার কিছু মনে করবেন না.........এটা এমনি একটা প্রশ্ন।

উত্তর পেলে ভাল লাগবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।