আমাদের কথা খুঁজে নিন

   

অতর্কিত আক্রমণ এবং এক অনভিপ্রেত অভিজ্ঞতা

স্বপ্ন আমার আকাশ ছোয়া। তাই তো তীর ছুরেছি আকাশ পানে। আকাশ না ছুতে পারলেও টিলা এর চুড়া তো ছুতে পারব। আমাদের বরিশাল। সুন্দর ছিমছাম একটা শহর।

নেই আকাশ সমান উচু বাড়ির ভিড়। বিশুদ্ধ স্নিগ্ধ বাতাস। আর এক পশলা বৃষ্টির পর তো মনে হয় নতুন করে ধুয়ে মুছে পরিস্কার করে রাখা শিল্পীর সুনিপুণ হাতে তৈরি একটি ছোট্ট ঘর। বিবির পুকুর পার । বরিশালের একটি স্বনামধন্য স্থান।

জায়গাটা সব বয়সের মানুষদের একটি মিলনস্থান বলা যায়। বরিশাল এ হয়ত এরকম মানুষ হয়ত খুজেই পাওয়া যাবে না যে এই যায়গায় গিয়ে একটা দিন হলেও বন্ধুদের চা অথবা সিগারেট না খেয়েছে। অন্তত টিন এইজার দের কাছে এটা একটা কমন আড্ডা স্পট। যায়গাটা ভিক্ষুকদের জন্য ও একটা বিখ্যাত জায়গা বলা যায়। বুড়া বাচ্চা মাঝারি সকল বয়সের ভিক্ষুক দের জন্য এক অবাধ বিচরনভুমি।

তবে সেখানে পিচ্চি এবং বিচ্ছু টাইপের ভিক্ষুকদের আধিপত্য ই বেশি। একবার এসে পা ধরলে আর ছাড়াছাড়ি নেই। শুধু ভিক্ষুক ই না আছে বিভিন্ন বয়সের পাগলের আনাগোনা। প্রায় ই ওদের ধাওয়ানির শিকার হয় আড্ডাবাজরা। যাই হোক এখন মুল ঘটনায় আসি।

আজকের ই ঘটনা। আমি এবং আমরা কয়জন বন্ধু বসে ছিলাম বিবির পার এর একটা কাঠের চেয়ারের উপর। আড্ডা তখন ও জমে ওঠেনি। আমার ফোন থেকে সাওন ফেসবুক ইউজ করছিল। হঠাত আমাকে তপু বলল দেখ মিসু তোর দিকে কে আসছে দেখ।

আমি ওর কোথায় খেয়াল না দিয়ে মনে মনে কি জানো ভাবছিলাম। হঠাত সামনে তাকিয়ে দেখি এক অর্ধনগ্ন পাগলী। বয়স ২০-২৫ এর বেশি হবেনা। পরনে অল্প কিছু কাপড়। দেখলাম আমার দিকে আঙ্গুল উচু করে বলছে " এইজে এইটা" কোন কিছু ভাববার আগেই চারজন দিলাম চারদিকে দৌড় ।

অবাক কাণ্ড। পাগল টা আমার পিছেই দৌরাচ্ছে। আমার সাথে দেখলাম আর ও কয়েক অপরিচিত জনরা দৌড়াচ্ছে। কেউ কেউ দেখলাম পাশের দেয়াল টপকে পালিয়েছে। পিছনে তাকিয়ে দেখি এখন ও দৌড়াচ্ছে।

পুরা এক হুলস্থূল কাণ্ড। আমি দিগ্বিদিকশূন্য হয়ে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। কোন থামাথামি নেই। সামনে দেখলাম বর্ষার কারনে কিছু পানি জমে আছে। পিছনে দেখি ওইটা এখন ও দৌড়াচ্ছে।

কি আর করার প্যান্ট টা জাগিয়ে দিলাম লাফ পানির উপর দিয়েই। জমা পানির যায়গাটা পেরবার পর পিছনে তাকিয়ে দেখি ওই পাগলীটা দারিয়ে আছে। পড়ে দৌড়ে নিরাপদ স্থানে চলে আসলাম। সাওন তপু নিসান হৃদয় মিরাজ ,ওদের সাথে দেখা হবার পর টানা হাসলাম ২ মিনিট। চারপাশের লোকজনকে দেখলাম হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে।

ওদের চেহারা দেখে মনে হল কোন সার্কাসের জোকার দেখছে। পাশ থেকে চায়ের দোকানদার মামা বলল "মামা আপনারে পাইলে আজ খবর ছিল"। তারপর এই ঘটনা নিয়ে হাসতে হাসতে গড়াগড়ি প্রায় আমরা সবাই। এক ভিক্ষুক চাচী এসেও আমাদের হাসিতে যোগ দিল বলল " আপনার দৌড়ানি দেখে আমি হাসতে হাসতে শ্যাষ"ওনাকে খুশি হয়ে আমরা কিছু ভিক্ষা দিলাম। ।

আসলেই এক না ভোলার মত অভিজ্ঞতা। আর বন্ধুরা তোরা আছিস বলেই লাইফ টা এখন ও রঙিন। এখন ও শত কষ্টের মাঝে প্রান খুলে হাসতে পারি। যেভাবি আছিস সেভাবেই পাশে থাকিস আজীবন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।