আমাদের কথা খুঁজে নিন

   

একখানা "জয় বাংলা" শ্লোগান, অতর্কিত হামলা এবং বিধাতার বঙ্গদেশ ভ্রমন অভিজ্ঞতা

বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই। । বিধাতা একবার ভাবিলেন বিশ্বের বিভিন্ন দেশের সক্ষমতা যাচাই করিতে মর্তলোক থেকে ঘুরিয়া আসিবেন। দেবদুতরা একবাক্যে বঙ্গদেশের নাম প্রস্তাব করিলেন। বঙ্গদেশে নামিয়া তিনি ভাবিলেন...যাই...সচিবালয় খানা ঘুরে আসি... সচিয়াবালয়ে ঢোকার প্রবেশ পথে দ্বাররক্ষীর প্রশ্ন: কি চাই..? বিধাতার জবাব: (গর্বভরে) আমি বিধাতা...তোমাদের রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন যন্ত্রখানা ঘুরিয়া দেখিতে চাই.... দ্বাররক্ষী : ভাল কথা..তো ভেতরে ঢোকার পাস আছে? বিধাতা : হে মুর্খ...আমি বিধাতা..সর্বত্র আমার গতি...তুই আমার পথ ছাড়... দ্বাররক্ষী : হা হা....এ দেশে দেখি শালা সবাই বিধাতা...তো বাবা বিধাতা..তোমার যখন সর্বত্রই গতি...তুমি তবে আমারে না যাচিয়া ভেতরে যাও গিয়া...কে তোমাকে নিষেধ করিয়াছে।

বিধাতা সচিবালয়ের দেয়াল ভেদিয়া অনুপ্রবেশে উদ্যত হওয়ামাত্র পুলিশ তারে আটকাইল...কহিল "অবৈধ অনুপ্রবেশ করিয়া আইন নিজের হাতে তুলে নিবেন না। " ব্যর্থ মনোরথে তিনি ঈশ্বরসুলভ আরও কিছু প্রচেষ্টা চালাইলেন....ফলাফল...অবশ্যম্ভাবী ব্যর্থতা..এবং ক্লান্তিতে দেয়ালে গা এলাইয়া দিলেন। এক পুলিশ সদস্য দুরে বসিয়া বিধাতার কার্যকলাপ অবলোকন করিতেছিল... কাছে আসিয়া বিধাতাকে বলিলেন "জনগণের বন্ধু হিসেবে আপনাকে সাহায্য করতে পারি..নিবেন?" বিধাতা কহিলেন " সচিবালয়ে অনুপ্রবেশ প্রসংগে আপনার সহযোগীতা কাম্য..." পুলিশ সদস্য কহিলেন: "মাত্র ৫০০ টাকা সন্মানীর বিনিময়ে আপনাকে সচিবালয়ে ঢোকার উপায় কহিয়া দিতে পারি। " বিধাতা টাকা আছে কিনা খোজা শুরু করিয়া দেখেন.. তাহার পরিধেয় বলিতে যাহা আছে, তাহাতে কোন পকেট নাই....এবং তাহাতে টাকা থাকার প্রশ্নও আসে না... বিধাতা করূণ সুরে কহিলেন: আমাকে উপায় কহিয়া দিন..আমি পরে আপনাকে পি পি এম পদকের ব্যবস্থা করিয়া দিব। পুলিশ সদস্য কহিলেন..আমরা নিরূপায়..নগদ ছাড়া বাকীতে বুদ্ধি দিই না... মনোকষ্টে হাটিতে হাটিতে বিধাতা উপনীত হইলেন বায়তুল মোকাররমের সামনে...দেখিলেন সেখানে নামাজ ছাড়া জুতা ছোড়াছুড়ি উৎসব চলিতেছে।

উপস্থিতির দরূণ দু চার খানা তাহার মাথায়ও পড়লো বৈকি। দুই চার জোড়া হাতে নিয়া দেখিলেন...সেগুলোকে নতুন বলে মনে হয়। টাকা উপার্জনের একটা বুদ্ধি চলিয়া আসিল তাহার মাথায়..এবং বুঝিলেন বঙ্গদেশে আসিয়া তাহার বুদ্ধি খুলিয়াছে। দেদারছে তিন জোড়া জুতা বেচিয়া একখানা KFC'র বার্গার কিনিয়া আর অতিরিক্ত ৫০০ টাকা নিয়া সেই পুলিশ সদস্যর কাছে এলেন। টাকা নেয়ার পর পুলিশ সদস্য বলিলেন: এবার গেটের সামনে গিয়া বলুন "জয় বাংলা"..আপনার অনুপ্রবেশ সুনিশ্চিত।

বিধাতা সন্দেহভরা মনে সচিয়াবালয়ে প্রবেশ পথে গিয়া নিচু স্বরে বলিলেন: "জয় বাংলা" সাথে সাথে পূর্বের দ্বাররক্ষী আসিয়া কহিল: বস..আগে বলবেন না..আপনি "জয় বাংলা"..কি সব বিধাতা টিধাতার কথা বলতেছিলেন...আগে বলেন কি খাবেন...গরম না ঠান্ডা..বস..নেতাকে বলিয়া আমার প্রমোশনের ব্যবস্থা করা যান কিনা দেখেন না"..ইত্যাদি ইত্যাদি... কোক পান করিয়া প্রসন্নতার হাসি দিয়ে বিধাতা কহিলেন: "হবে...এবার হবে".. বিধাতা সচিবালয় ঘুরিয়া ঘুরিয়া দেখিলেন, বিভিন্ন মন্ত্রণালয় এর কর্মীদের ঘুম (হয়ত কঠোর পরিশ্রম জনিত কারণে) এবং হাত চালানোর (টেবিলের তলে) পারংগমতা দেখিয়া মুগ্ধ হইলেন এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করিলেন। দ্বাররক্ষীর পুন:শ্চ সালাম নিতে নিতে সচিবালয় থেকে বের হবার সময় বিধাতা হঠাৎ দেখিলেন "জয় বাংলা" বলিতে একদল লোক তার দিকে আসিতেছে এবং দেখিলেন পুলিশে সমান উৎসাহে তালি বাজাইতেছে। ঝটিকা মিছিলটি আসিয়া কিছু গাড়ি পোড়াইল, কিছু পুলিশ সদস্যদের পিটাইল, আতশবাজী ফুটালো এবং তার মাথায় গোল আলু আকাইয়া দিয়া ভোজবাজীর মত পালাইয়া গেল। বিধাতা ভাবিলেন..আর নয়..তৎক্ষণাৎ বঙ্গদেশ ত্যাগ করিয়া বিধাতা স্বর্গলোকের হাসপাতালে চলিলেন। কপালে ব্যান্ডেজ নিয়ে সকাল বেলা বঙ্গ দেশের কাগজ পড়িতে গিয়া দেখেন- অর্থমন্ত্রী বলেছেন: "এরা (জামাত) জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে, পুলিশ তাই কিছু বুঝতে পারেনি।

" স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন:"সচিবালয়ের প্রবেশপথে তারা যে তাণ্ডব চালিয়েছে, তা তাদের হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। এ ক্ষেত্রে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই। " পুলিশের মহাপরিদর্শক বলেছেন:"পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। " হঠাৎ বিধাতার মাথার কাছে ব্যাথায় চিনচিন করিয়া উঠিল...কপালে উপর আলু টা বেশ বড় বলে মনে হল তার। কাগজটা পাশে মুড়িয়া রেখে তিনি ভাবিলেন- "জয় বাংলা" স্লোগানটার থেকে বেশী শক্তিশালী আবার ক্ষতিকর শ্লোগান বঙ্গদেশে বোধ করি আর নাই।

এই শ্লোগান দিয়া বঙ্গদেশ তার জায়গা করিয়া নিয়াছে, আবার এই শ্লোগান দিয়া বঙ্গমাতার শত্রু রা এর বিনাশী যজ্ঞ চালাইয়া যাইতেছে..কি অদ্ভুত!!" মনের অজান্তেই বিড় বিড় করেই বিধাতা বলিলেন: "জয় বাংলা"... সেটা কল্যাণ না বিনাশ কামনায় তা বোঝা গেল না... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।