আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন পূর্বাচল-জিন্দাপার্ক...........ছবি ব্লগ (৩ পর্বের দ্বিতীয় পর্ব)।


প্রথম পর্ব এইখানে কাঞ্চনব্রীজ পার হয়ে ভুলতা-গাউছিয়ার দিকে যেতে চোখে পড়বে বিভিন্ন প্রাইভেট ল্যান্ড প্রজেক্ট। উপভোগ করার মত দৃশ্য। কোথাও পাওয়া যাবে গাছগাছালি ঘেরা একটি ছোট্র বাড়ি কাঞ্চনব্রীজ-ভুলতা-গাউছিয়ার দূরত্ব প্রায় ১২ কিমির মত। চলার পথে বিভিন্ন প্রাইভেট ল্যান্ড প্রজেক্ট চোখে পড়বে। কেউ এসব প্রজেক্টে জমি কিনতে চাইলে বিস্তারিত খোঁজ নিয়ে কিনবেন।

অনেক প্রতিষ্ঠানই নাকি ভাড়া করে সাইনবোর্ড বসিয়েছে..........আসল জমি কিনতে গেলে আসলেই ক্যাঁচাল যানজটমুক্ত ঢাকা থেকে যেকোনো লংরুটে চলতে বেশ ভাল লাগে........এটার দৃশ্যও সেরমক। চলতে থাকলাম......... সঙ্গেই থাকুন এরকম ছবি শেয়ার না করে পারলাম না জমির বিজ্ঞাপন ..................!!!! বিজ্ঞাপন ..................কিন্তু পয়সা ছাড়া!!!! কচুরীপানা.................... ভুলতা......মার্কেট। এটা নাকি কাপড়ের পাইকারী মার্কেট! তাই কেনার জন্য ভেতরে ঢুকা হল না। এখান থেকে কাঁচা কলা কিনেই (!!!) আবার ফেরত যেতে হবে কাঞ্চনব্রীজের দিকে। পরবর্তী শেষ পর্বে থাকছে জিন্দাপার্কের বিস্তারিত (বৃহস্পতিবার সকালে)।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.