আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসুন পূর্বাচল-জিন্দাপার্ক............ছবি ব্লগ (৩ পর্বের শেষ পর্ব)।



প্রথম পর্ব দ্বিতীয় পর্ব চলছে জমির ব্যবসা। এরই মাঝে একদিন গড়ে উঠবে বসতি। কেউবা জমি কিনতে গিয়ে নিঃশেষ হয়ে যাবেন!! এভাবেই চলবে এই পৃথিবী......... একটা ইকো-পার্ক যা আপনাকে কিছুটা হলেও প্রাকৃতিক আনন্দ দেবে। ঘুরে বেড়াতে পারবেন অনেকটা সময়। কেউ বিরক্ত করবে না এবং অসামাজিক কাজ করার অবকাশ নেই।

ঢোকার গেট প্রথমেই বামে চোখে পড়বে বিশাল সবুজ ঘাসের মাঠ এবং তা পেরিয়ে দৃষ্টিনন্দন একটা দালান যেটা বিদ্যালয়। এই বিদ্যালয়ের দোতলায় বসে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন। মনে হবে যেন এক রাজবাড়ী। এখানে বসে কাটাতে পারেন কিছুটা সময়, ক্লাসরুমগুলোও খুব সুন্দর। পাবেন এরকম ঘরও যেখানে ওদের কিছু লোক বাস করে, কয়েকজন স্কুল শিক্ষকের বাসও আছে........ মসজিদ বেশ কয়েকটা ছিন্ন বিচ্ছিন্ন ছবি দিলাম! অনেক ঘুরলাম।

এবার ফেরত যাই, দেখি আবার অন্য কোনদিন অন্য কোনদিকে গিয়ে দেখি কিছু করা যায় নাকি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.