আহা জীবন
গত বুধবার আমি একটি কাজে ভার্সি্টি তে গিয়েছিলাম । আব্বু আমার সাথে গিয়েছিল। কাজ শেষ করে বাসায় আসার সময় আমি ভুল করে সিএনজিতে আমার মোবাইল ফেলে চলে আসি । তখন আমি এটা বুঝতে পারি নি। বাসায় এসে আমি আম্মু কে ভার্সি্টি তে কি কাজ করলাম তা বলে গোসল করতে গেলাম।
গোসল করে এসে আমার মোবাইল এর কথা মনে হল। তখন দেখি মোবাইল ব্যাগ সহ মোবাইল নেই খুজে পাছি না। আমি তো পুরা অস্থির হয়ে যাই। আম্মু আমাকে বলে চিন্তা করে দেখ সিএনজিতে ফেলে আসছ নাকি । আমি বলি না ।
আমার মনে আছে আমি সিএনজি থেকে মোবাইল ব্যাগ নিয়ে নেমেছি। কিন্তু পুরা বাসায় আর ব্যাগ খুজে পাছি না। তখন আব্বু কে ফোন করলাম আব্বু বলে আব্বুর কাছে নাই। আব্বু উল্টা আমাকে বলে দেখ মোবাইল সিএনজিতে ফেলা আসছ নাকি?
আমার অবস্থা তো তখন পুরা খারাপ কারন মোবাইল এ আমার সবার ফোন নাম্বার সেভ করা । এছাড়া ও ২০০+ ছবি আছে।
সাথে তো মোবাইল সেট টা আসে ই । এছাড়া ও ৩ টা সিম। কি আর করার কিছুক্ষন কান্না করলাম । মন অনঙ্ক খারাপ। দুপুরে খেতে ও ইচ্ছা হছিল না ।
তাও আম্মু জো্র করে খাওয়াল। আমার ভাই আমাকে সান্তনা দিচ্ছে থাক কিছহু হবে না। সিম ৩ টা তুলে দিবে। তাও মন খারাপ করে বসে রইলাম। অনেক বার চেস্টা করলাম আমার মোবাইল এ কল করতে কিন্তু মোবাইল বন্ধ করা।
দুপুর ৩ টায় আব্বু বাসায় আসলো। এসে মোবাইল এর কথা জিগেস করল বললাম পাই নি। আব্বুর ও মন খারাপ হল আমার জন্য বলল চিন্তা কর না সিম তুলে নিয়া আসবনে আর আপাতত আমার ঘরে রাখা ওই মোবাইল সেট টা ব্যাবহার কর। তখন আব্বু আমার সামনে এ আবার আমার মোবাইল এ ফোন করার চেস্টা করল। হঠাৎ করে রিং বাজতে শুরু করল।
প্রথমে কেউ ধরল না। আর কয়েকবার ফোন করার পর নাকি একজন লোক ধরল।
আব্বু আমার সামনে এ লো্কটার সাথে কথা বলল। লোক টা নাকি আব্বু কএ বলসে উনি সিএনজিতে আই মোবাইল টা পেয়েছে। এখন উনি মৌচাক মার্কেটের ২য় তলার ঝিনুক নামে এক দোকানে আছে ।
আব্বু গিয়ে বলসে মোবাইল নিয়ে আসতে। এটা শুনে তো আমি একটু খুশি হলাম। আব্বু কে বললাম এখন যাও গিয়ে নিয়ে আস।
আম্মু একটু ভয় পাচ্ছিল। আম্মু আব্বুকে একা যেতে না করল।
বলল ভাইয়া কে সাথে নিয়ে যেতে। আব্বু ওই লোকটা কে ফোন করে বলল ১ ঘন্টার মধ্যে আসতেসে । আমি আব্বু কে বার বার বলছিলাম তাড়াতাড়ি যাবার জন্য কিন্তু আব্বু শুধু দেরি করছিল। আস্তে আস্তে ভাত খেল। পরে কিছুক্ষন রেস্ট নিল।
এর পরেও যাচ্ছে না। ভাইয়া তো রেডি হয়ে বসে আসে।
আব্বু কে যাবার কথা বলে আমি আমাএ রুম এ এসে বসে আসি। কিছুক্ষন পর আব্বু এসে আমাকে আমার মোবাইল ব্যাগ সহ আমাকে মোবাইল দিল। আমি তো পুরা এ অবাক।
আব্বু ক জিগেস করলাম কথায় পেলে। আব্বু বলল অই লো্ক এসে দিয়ে গেসে । আমার আব্বুর কথা বিশ্বাস হল না। আমি আবার আব্বু ক বললাম অই লো্ক তো আমার বাসা চিনে না কি করে দিয়ে গেল। আব্বু বলে মোবাইল আ ঠিকানা বলসি।
তাও আমার বিশ্বাস হল না।
তখন আব্বু একটু হেসে দিল । তখন এ আমার সন্দেহ হল । তখন আব্বু সব কিছহু শিকার করল। বলল আমি বাসায় আসার সময় সিড়ি তে মোবাইল ফেলে দিয়ে আসছি।
আব্বু পেয়েছে কিন্তু আমাকে বলে নি। আব্বু ভাইয়া কএ ফোন করে নিয়ে গিয়ে জিগেস করসে কি করবে ? তখন ভাইয়া এবং আব্বু মিলে এইসব বুদ্ধি করসে।
আমার প্রথমে শুনে অনেক মেজাজ খারাপ হইসে। পরে হাসি পাইসে কি বোকা আমি ? ওদের অভিনয় একটু ও বুঝতে পারলাম না। এটা নিয়ে সবাই অনেক হাসল।
তবে এটা শিকার করতে হবে জ আব্বু এবং ভাইয়া অনেক ভাল অভিনয় করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।