আমাদের কথা খুঁজে নিন

   

মাদরাসার আলিম পরীক্ষার প্রতিটি প্রশ্নই ফাঁস হচ্ছে : কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া পরীক্ষার প্রশ্ন দেখুন

আমি এক যাযাবর....

কলেজের এইচএসসি পরীক্ষার সাথে শুরু হয়েছে মাদরাসার আলিম পরীক্ষাও। প্রতিবারের মতো এবারো মাদরাসার প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। মাদরাসা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতির এটি একটি প্রমাণ। প্রশ্নপত্র কমিটির মাধ্যমেই এই প্রশ্ন ফাঁস হয়ে থাকে বলে মনে হচ্ছে। এরই মধ্যে বাংলা, ইংরেজি এবং আরবি প্রথম পত্রের পরীক্ষা হয়ে গেছে।

পরীক্ষার আগেই প্রশ্নপত্রে কী আসছে, তা জেনে যাচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ সংক্ষিপ্ত সাজেশনের নামে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এর উৎস কোথায় তা না জানার ফলে এই সাজেশন্সকে সাধারণ ছাত্ররা ‘অহি’ বলে অভিহিত করছে। বিভিন্নভাবে সাজেশন্স আসছে। যেমন, বাংলা পরীক্ষার আগে সাজেশন্স এসেছে যে, নয়াটোলা মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়লেই কমন।

বাস্তবেও দেখা গেছে তা মিলে গেছে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে পুরো প্রশ্নই ফাঁস হয়েছে বরাবরের মতো। সিন/ আনসিন কম্প্রিহেনশন, ভোকাবোলারি/ গ্রামার টেস্ট, প্যারাগ্রাফসহ পুরো প্রশ্নই ছাত্ররা পেয়ে গেছে পরীক্ষার আগের রাতেই। আরবি প্রথম পত্রেও একই অবস্থা। যে ক’টি প্রশ্নের উত্তর দেয়া প্রয়োজন, গুনে গুনে সে ক’টি প্রশ্নেরই সাজেশন্স পাওয়া গেছে এবং পরীক্ষায় সে অনুযায়ী কমনও পড়েছে।

আজ মাদরাসার যে পরীক্ষাটি তার নাম আরবি ২য় পত্র। আর কিছুক্ষণ পরই সকাল ১০টা থেকে শুরু হতে যাচ্ছে এই পরীক্ষাটি। এর সাজেশন্স কিছুক্ষণ আগেই আমি সংগ্রহ করেছি। নিচে উল্লেখ করে দিলাম। পরীক্ষার পর আপডেট জানাবো।

বড় প্রশ্ন: কালেমা, মুবতাদা-খবর, মুছতাছনা, বদল, মারফুআত, ইযাফাত। আরবি থেকে বাংলা: সুরা লাহাব, মাউন, নাস, ফালাক বাংলা থেকে আরবি: আল-ফাতাহ সাজেশন্সের ৩ ও ৫ নং দরখাস্ত: ফাজিল শ্রেণীতে ভর্তির আবেদন, তিন দিনের ছুটি চেয়ে আবেদন রচনা: তা’লিমুন নিছওয়ান, কুরআনুল কারিম। আপডেট: 'আরবি থেকে বাংলা' আর 'বাংলা থেকে আরবি' ছাড়া বাকি সব প্রশ্নই এই সাজেশন্স থেকে কমন পড়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.