শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কর্মসূচি ঘোষণা রাবি প্রভোস্ট পরিষদের
রাজশাহী, ০৮ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রভোস্ট ও প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট পরিষদ। এ উপলক্ষে তারা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
ঘটনার প্রতিবাদে ১০ এপ্রিল একদিনের কর্মবিরতি পালন করবে রাবি প্রভোস্ট পরিষদ।
আগামী সাতদিনের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন পরিষদ।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের প্রভোস্ট মর্তুজা খালেদ ও প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে বুধবার দিবাগত রাতে রাবি ছাত্রলীগ শাখার সভাপতি আওয়াল কবীর জয়ের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা লাঞ্ছিত করে।
বুধবার রাত পৌঁনে ১২ টার দিকে তারা হল পরিদর্শনে গেলে আওয়াল কবীর জয়ের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ২ এপ্রিল শামসুজ্জোহা হলের শিবির নিয়ন্ত্রিত সিলগলা করা কয়েকটি কক্ষ ছাত্রলীগের নেতারা ভাঙতে চেষ্টা করলে প্রভোস্ট তাদেরকে বাধা প্রদান করে।
এ ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রভোস্টের পদত্যাগের দাবি করে এবং এ বিষয়ে গণস্বাক্ষরের জন্য সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে।
ঘটনার জের ধরে রাবি প্রক্টর ও জোহা হলের প্রভোস্টের সঙ্গে জয়ের বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যাযে জয়ের নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডাররা রাবি প্রক্টরকে লাঞ্ছিত করে ও জোহা হলের প্রভোস্টকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় প্রভোস্টকে উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায় এবং তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করে।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এমইউএ/এসআই_ ২২৫১ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।