আমাদের কথা খুঁজে নিন

   

চাকরি দরকার? পুলিশ বাহিনীতে ৩২ হাজার নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী (প্রথম আলো ৯ এপ্রিল ১০)

মানুষে সেই

পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে ৩২ হাজার ৩১ জনকে নতুন নিয়োগ দেওয়া হবে। দেশে অপরাধ প্রবণতা রোধ এবং জনসংখ্যা ও পুলিশের আনুপাতিক হার কমানোর লক্ষ্যে পুলিশে জনবল বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশে জনবল বৃদ্ধির এ প্রস্তাব অনুমোদন করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান। এর আগে আট দিন বিরতির পর আজ সোয়া পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের এসব নতুন জনবল নিয়োগের প্রথম পর্যায়ে ১৩ হাজার ৩৯১ জনকে নিয়োগের প্রক্রিয়াধীন। শিল্পাঞ্চল পুলিশের জন্য তিন হাজার ২৩ জনকে নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বাকি জনবলও শিগগিরই নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.