রক্তে আমার বিষের নেশা, উৎফুল্ল আমার চেতনা, প্রতিরোধের পালা এবার, মুখবুজে আর সইব না...
বাবা বলে চাকরি কর তবু কেন আমি চাকরি করার সময় পাই না...
বাবারে কইলাম বাবা, চাকরি কইত্তে তো চাই কিন্তু পারি কই। সময় তো পাই না।
এহন আপনি কবেন যে "মামা আপনার এতো কি কাম যে চাকরি করার সময় পান না???"
তাইলে হিসাব খান দিই মামা???
রোজ ৮ ঘন্টা কইরা ঘুম- ৩৬৫ দিনে মোট ১২১ দিন।
বছরে মোট রবিবার- ৫২ খান।
খাওয়া রোজ ৩ ঘন্টা কইরা(২ বার নাস্তা, দুপুর ও রাইতের খাবার সহ- ৩৬৫ দিনে মোট ৪৫ দিন।
বছরে মোট সরকারি ছুটি- ৬৪ দিন।
স্নান রোজ ৩০ মিনিট কইরা- ৩৬৫ দিনে মোট ৮ দিন।
জরুরি কর্ম রোজ ৩০ মিনিট কইরা- ৩৬৫ দিনে মোট ৮ দিন।
প্রেম রোজ ২ ঘন্টা কইরা- ৩৬৫ দিনে মোট ৩০ দিন। (এটি করিলে নাকি শরীর মন উভয়ই ভাল থাকে!!!)
ব্রাশ রোজ ১৫ মিনিট কইরা- ৩৬৫ দিনে মোট ৪ দিন।
জামাকাপড় কাচা রোজ ৩০ মিনিট কইরা- ৩৬৫ দিনে মোট ৮ দিন।
জামাকাপড় পালটান রোজ ৫ বার কইরা- ৩৬৫ দিনে মোট ১৫ দিন।
মোট হইল গিয়া ৩৫৫ দিন।
এইবার আপনি কবেন "মামা এখনোতো বছরে ১০ দিন আছে!!!"
উত্তরে কই "বনধ্ হরতাল এগুলা কি ভুইলা গেছেন মামু???"
বছরে ১০ দিন হরতাল এখন কোন ব্যাপার-ই না!!!
কিন্তু চিন্তা কইরেন না, বুদ্ধি একখান বাইর কইরা ফালাইসি।
লিপ-ইয়ারের দিন চাকরি করুম।
ঐ একদিন তো ফাকা পাইসি!!!!
কি কন???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।