এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি
এসে গেছে....এসে গেছে বৈশাখ। ভাই,সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। প্রতি বৈশাখেই বন্ধু বান্ধবকে আম কাঁঠালের বৈশাখী শুভেচ্ছা জানাই। কিন্তু এবার তা আর পারলাম না। কারণ,আম কাঁঠালের বদলে এবার আর ১টা জিনিশ আমরা জাতীয় উপহার হিসেবে পেয়েছি।
আর সেটা হল লোডশেডিং। তাই এবার সবাইকে লোডশেডিংপূর্ন বৈশাখী শুভেচ্ছা।
আর ১টা কারণ আছে এইখানে কাঁঠালের প্রসংগ আসার। কাঁঠাল শুধু আমাদের জাতীয় ফলই না,জাতীয় অস্ত্র ও বটে। এটা মাথায় ভাংগা যায়।
তবে বিশেষ পদ্ধতিতে। প্রতি সরকার ই প্রতি বার এসে আমাদের মাথায় কাঁঠাল ভাংগে। এবারের সরকার ও কী তার ব্যতিক্রম হতে পারে?
তবে সরকারকেতো আর লোডশেডিংয়ের জন্য এককভাবে দায়ী করা যায় না। কিছু সংখ্যক জনগনের চুড়ি ছ্যাচড়ামী এবং অসচেতনতাও দায়ী। সরকারকে দায়ী করা যায় তাদের দায়িত্বহীনতার জন্য।
সরকারকে এই সমস্যা সমাধানে অতি তৎপর এবং অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হতে হবে অনেক সাহসী। বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং কমানোর জন্য আনেক পদক্ষেপ হাতে নিতে হবে। যেমন:
১। নতুন নতুন বিদ্যুত উৎপাদন কেন্দ্র সরকারী ও বেসরকারী উদ্যোগে স্থাপন করতে হবে।
২। প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে হবে।
৩। সৌরবিদ্যুৎ ব্যাবহারে সবাইকে উৎসাহ দিতে হবে,দরকার হয় সরকারী সব স্থাপনা ও কার্যালয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যাবহার করতে হবে। সুখবর হল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এর ব্যাবহার শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
সংসদ ভবনেও চালু করতে হবে।
৪। বিদ্যুতের অপব্যয় রোধে সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে প্রচার মাধ্যমের সহায়তায়। যেমন:এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার সময় আলো নিভিয়ে বের হওয়া,চার্য হয়ে গেলে মোবাইল থেকে চার্যার বিচ্ছিন্ন করা,কাজ হয়ে গেলে গ্যাসের চুলা নিভানো ইত্যাদি।
এই ছোট ছোট কারনগুলো অনেক গুরুত্বপূর্ণ।
আপনারা কী বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।