এ কোন জ্যোতি আজকে আমায় পাগল করে
এ কোন জ্বালায় আজকে আমার রোদন ঝরে।
আমার জন্ম খড়-বিচালির ঘরে
আমার ভেতরখানায় বসো তুমি, ঘরকে আলো করে
আজকে আমার মন চলে যায় উড়াল বাস্তবতায়
একতারা ফল আমি খাবো কাউকে দেবো না
প্রেমানলে পুড়বো আমি কাউকে ছোঁব না .....
আমি দিশাহারার মতো
আমি লাশের গাড়ি টানছি একা
শহর আমার পেটের ক্ষুধা
ভূখা-নাঙা মানুষ আমি, মানুষ নামের লাশ যে টানি
আমার শ্রমের শ্রাবণধারা এই দুপুরে ভিজায় শহর
টপটপিয়ে জল পড়ে যে, টলমলিয়ে অশ্রু
তোমার গতি আমার শ্রমে, রোদটা যেন বিচ্ছু।_ আমার সাগর শুকায় যখন
তোমার নদী চিলতে ধারার তটিনি
আমার নাটক রাতদুপুরে দেখতে আসে নটিনী
তারে আমি বসাই যখন, দূর পালেও হাওয়া লাগে
সাগর তখন কী উচ্ছাসে মাসুম পলির বুকে নাচে _
নিজেই লুকাই, নিজের ক্ষত, কেউ তা জানে না
কত পত্র দিলাম তোমায় ক্ষত শুকায় না
আমার একতারা ফল আমি খাবি কাউকে দেবো না
আজকে আমার মন যে বাজে তোমার তারে ......
তাইতো বুঝি সুর হয়ে যাই আমি
আমার আপন তোমার ঘরে পাতে বিছানা
সাঁই যে আমায় সঙ্গে নিলেল না, ছয় লতিফার পথ ধরে যে গেলেন চলে
তার পথ খুঁজিলে তারে পাবে, নিভৃতের চরাচরে মানুষ যখন চিনে তারে
আমি তারে চিনি না
আমার আপন হারাই যখন তারে চিনি না
একতারা ফল আমি খাবো কাউকে দেবো না
আজ বহ্নি রাগের চলনে এক বাসন্তী স্বাদ পাই
আজ বাজখাই এই মরার শ্রাবণ, সঙ্গী সাথী নাই
আঁধারে অরণ্য মাঝে হারায়েছি পথ
অনাথ একাকি আমি জোছনাকোমলশিখা
আমরা আজিকে ধ্বংস করিব পৃথিবীর সব বিভীষিকা
আমার আজিকে ধারন করিব রিক্তের সব বেদন
আমি আজ আমাদেরই বঙ্গের সব রক্তাক্ত প্রান্তরে
তোমাকে খুঁজি, আসলে আমাকে খুঁজি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।