ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ফ্র্যাঞ্জাইজি ফি না কমানোর সিদ্ধান্ত এবং দলটির ব্যাঙ্ক গ্যারান্টি থেকে তা আদায় করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে পুনে ওয়ারিয়র্স কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দেয়ায় বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে পুনে ওয়ারিয়র্সের মালিক সাহারা গ্রুপ জানিয়েছে, “পুরো ফ্র্যাঞ্জাইজি ফি মওকুব করা হলেও আমরা আর আইপিএলে দল রাখবো না। আইপিএল থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে এটাই সাহারার শেষ সিদ্ধান্ত।”
এবারের আইপিএলে মাত্র চারটি ম্যাচ জিতে ৯ দলের মধ্যে অষ্টম হয়েছে পুনে ওয়ারিয়র্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।