আমাদের কথা খুঁজে নিন

   

আমি যুদ্ধাপরাধী নই.....একটা জেনুইন অপরাধী

..আমার চেয়ে সবাই মনে হয় ফাস্ট।

আজকে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত বাসায় কারেন্ট ছিলো না... বাসায় ফিরে অসুস্থ আব্বুর কাছে গিয়ে কিছুক্ষন বসলাম। সারাদিনের খোঁজখবর নিতে গিয়ে শুনলাম গত ১ বছর ধরে সকাল ৮টা থেকে নাকি গ্যাস চলে যায়.. শুধু ছুটির দিনে ৯/১০টায় যায়.। সবক্ষেত্রেই বিকাল ৫টায় একবার আসে.। ৬টায় আবার গিয়ে রাত ১০টায় আসে.।

আম্মুর কথা চিন্তা করে মনটা একেবারেই ভেঙ্গে গেল। সান্ত্বনা যে কী দেব তা-ও মাথায় এলোনা। মাথাটা নিচু করে বসে থাকলাম। জানি এটা প্রাসঙ্গিক নয়; তবুও মনের ক্ষোভটা যাচ্ছে না.. একটা হিসেব কিছুতেই মিলছে না যে তত্বাবধায়ক সরকারের সময়ও যদি চিন্তা করি, এতোটা সাফার করি নাই; বরং শপথ করে বলতে পারি এখনকার তুলনায় ৩০% ও কষ্ট করতে হয় নি। হ্যা, যা করেছি- তাও ছিলো সিজোনাল।

কিন্তূ মাত্র ৬ মাসের মধ্যে এমন কী হাতিঘোড়া হল যে বিদ্যুত+গ্যাস(পানির কথা না-ই বললাম) ডিমান্ড ৫০% বাড়লো আর উতপাদন ৫০% কমে গেলো., এখন পর্যন্ত যেটা চলমান আছে? সরকার মেয়াদোর্ত্তীর্ণ সিটি কর্পোরেশন আর কতদিন চালাবে? আর কতদিন বিগত জোট সরকারের (এমনকী তত্বাবধায়ক সরকারেরও!!!) দোষ দেখাতে থাকবে? আর কতদিনে আমাদেরকে মানুষ ভাবতে বাধ্য হবে?? ডিজিটাল নামক এলিয়েন শব্দের কুরুচিপুর্ণ অনধিকার অপপ্রয়োগ বন্ধ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.