আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু জেনুইন করতে চাই

I realized it doesn't really matter whether I exist or not.

বহুদিন সাধনার পর অবশেষে কম্পিউটার কেনা সম্ভব হলো। বিভিন্ন কাজের কারণে বাসায় কম্পিউটার অত্যাবশ্যকীয় হয়ে পড়েছিল। কম্পিউটার ছাড়া আর চলছিল না। এবার বহু কষ্টে টাকা জোগাড় করে কম্পিউটার কেনা সম্ভব হলো। ঢাকার বিসিএস কম্পিউটার সিটি বা আইডিবি ভবন থেকে আস্ত একটা ডেস্কটপ কিনে ফেললাম।

যদিও লোডশেডিংয়ের যুগে ল্যাপটপ কেনা উচিৎ ছিল। কিন্তু টাকায় সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই ডেস্কটপ কিনতে হলো। কিন্তু কথা হলো, কম্পিউটার ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, কাজ করার জন্য প্রথম যা প্রয়োজন সেটা হলো অপারেটিং সিস্টেম। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম্পিউটার কিনলেই ডিফল্ট হিসেবে উইন্ডোজ এর যে কোনো সংস্করণ ইন্সটল করে দেয়া হয়। অথবা বাজারে নতুন যে কোনো সংস্করণের সিডি/ডিভিডিও পাওয়া যায়।

এগুলো ইন্সটল করে মাসখানেক ব্যবহারের পর জেনুইন করার জন্য তাগিদ দিয়ে ডেস্কটপ অন্ধকার হয়ে যায়। শুরু হয় জেনুইন করার পালা। উইন্ডোজ ব্যবহারকারীদের প্রতি, বলতে পারবেন "উইন্ডোজ জেনুইন করতে সাহায্য চাই" লিখে কতবার সামুতে বা বিভিন্ন ফোরামে পোস্ট লিখেছেন বা সার্চ করেছেন? যারা অপেক্ষাকৃত বেশি জ্ঞানী তারা হয়তো একবার পড়েই মনে রাখতে পেরেছেন। সাধারণতই যতবার উইন্ডোজ ইন্সটল দিয়েছেন ততবারই অ্যাক্টিভেটরের খোঁজে নামতে হয়েছে ইন্টারনেট মহাসাগরে। অর্থাৎ, পাইরেটেড উইন্ডোজ ব্যবহার কারণে আপনাকে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ঝামেলা পোহাতে হচ্ছে। কিন্তু আপনি কি পুরো ইন্টারনেট সার্চ করে এমন একজন উবুন্টু ব্যবহারকারী দেখাতে পারবেন যিনি উবুন্টু জেনুইন করার জন্য সাহায্য চাইছেন বা পরামর্শ দিচ্ছেন? উত্তরটা যে 'না' তা কারোরই অজানা নয়। অর্থাৎ, উবুন্টু ব্যবহার করলে আপনি থাকবেন নিশ্চিন্ত। একে তো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকতে পারছেন, অন্যদিকে উইন্ডোজের হাজারো সমস্যাকে বিদায় জানাতে পারছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি তৈরি হতে পারছেন।

কেননা, শোনা যাচ্ছে ২০১৩ থেকে বাংলাদেশে পাইরেটেড উইন্ডোজ-এর ব্যাপারে কঠোর অবস্থান নেবে মাইক্রোসফট। কেবল বাংলাদেশ নয়, বরং তৃতীয় বিশ্বের উন্নয়নশীল প্রায় সব দেশেই। সেক্ষেত্রে ঐ মুহুর্তে হঠাৎ করে উবুন্টুতে গিয়ে ঝামেলায় পড়তে হবে না আপনাকে। আরো একটি ব্যাপার হলো, উবুন্টুতে উইন্ডোজের সব সফটওয়্যারেরই বিকল্প রয়েছে। কিছু কিছু সফটওয়্যারের লিনাক্স সংস্করণও রয়েছে।

এছাড়াও ইদানীং যে হারে মানুষ উবুন্টুমুখী হচ্ছে, এতে মোটামুটি নিশ্চিত করে বলে দেয়া যায়, আগামীতে অ্যাডোবির মতো বড় বড় প্রতিষ্ঠানরা সিএস সফটওয়্যারগুলো ম্যাক সংস্করণের পাশাপাশি লিনাক্স সংস্করণেও বাজারে ছাড়বে। আমার বিশ্বাস, উবুন্টু ফ্রি ব্যবহার করলেও পেশাদার লোকজন সিএস কিনতে দ্বিধা করবে না এটা ভেবেই অ্যাডোবি এটা করবে। কেননা, Adobe CS is worth the money, but windows is not worth the money. এরপরও যারা উইন্ডোজের বাইরে এক পা ফেলছেন না, তাদেরকে বলছিঃ একসময় আমাদের বলতে হবে, সাবধান করেছিলাম! (হেডলাইনের জন্য দুঃখিত। এমন হেডলাইন না দিলে হয়তো আপনিও এই পোস্টটি পড়তেন না। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.