আমাদের কথা খুঁজে নিন

   

সেচের অভাবে বোরো ধান চিটা!

"এই দেশের কিছু হবে না, না" আসুন বারবার এই কথা না বলে কিছু গঠনমূলক করা যায় কি না সেই চেষ্টা করি সবাই মিলে, সবাই মানে সব্বাই .....................
আজকের প্রথম আলোতে প্রকাশিত এই খবরটি কিছুটা টেনশনে ফেলে দিলো। আমাদের আতি সৎ ব্যাবসায়ীরা না আবার আজতথেকই চালের দাম বাড়িয়ে দেয়। হারঘে কৃষককে বাঁচাইতে হইলে ওপরকে কহেন তাড়াতাড়ি হাঁরাকে কারেন্ট দিক। আর কিছু না দিলেও হইবে। ’ গত বুধবার দুপুরে এভাবেই নিজের চাওয়ার কথা বলছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহরাপুর গ্রামের নাইমুল হক।

বিদ্যুতের অভাবে জমিতে সেচ জোগাতে না পেরে চোখে অন্ধকার দেখছেন তিনি। দুই ভাই মিলে এবার সাত বিঘা জমিতে বোরো লাগিয়েছেন। গত ২৬ মার্চের পর জমিতে আর সেচ দিতে পারেননি তাঁরা। অথচ ধানগাছে যেভাবে শিষ এসেছে, দু-তিন দিনের মধ্যে পানি দিতে না পারলে চিটা হয়ে যাবে বেশির ভাগ ধান। হারঘে কৃষককে বাঁচাইতে হইলে ওপরকে কহেন তাড়াতাড়ি হাঁরাকে কারেন্ট দিক।

আর কিছু না দিলেও হইবে। ’ গত বুধবার দুপুরে এভাবেই নিজের চাওয়ার কথা বলছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহরাপুর গ্রামের নাইমুল হক। বিদ্যুতের অভাবে জমিতে সেচ জোগাতে না পেরে চোখে অন্ধকার দেখছেন তিনি। দুই ভাই মিলে এবার সাত বিঘা জমিতে বোরো লাগিয়েছেন। গত ২৬ মার্চের পর জমিতে আর সেচ দিতে পারেননি তাঁরা।

অথচ ধানগাছে যেভাবে শিষ এসেছে, দু-তিন দিনের মধ্যে পানি দিতে না পারলে চিটা হয়ে যাবে বেশির ভাগ ধান। "
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।