আমাদের কথা খুঁজে নিন

   

সেচের পানির সংকটে পড়তে যাচ্ছেন বোরো চাষীরা

বন্ধুদের নিয়ে বাঁচি

তথ্যটা এখনো ভার্জিন।কৃষি উন্নয়ন করপোরেশনের অটো ওয়াটার লেবেল রেকর্ডারের হিসেব অনুযায়ি আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ এর মধ্যে দেশের প্রায় সাড়ে 5 লাখ শ্যালো টিউবওয়েল থেকে পানি পাওয়া যাবে না। গত বছর মার্চ -এপ্রিলে পানি পায়নি এরকম শ্যালো টিউব ওয়েলের সংখ্যা ছিলো সাঢ়ে তিন লাখ । এর মূল কারণ,গত বছর কম বৃষ্টি হয়েছে বাংলাদেশে।এজন্য গত বছর স্বাভাবিক নিয়মে দেশের ভূ-অভ্যন্তরের পানির স্তর পুনঃভরন হয়নি। গত বারের চেয়ে এখনই পানির স্তর 3 ফুট থেকে সর্বোচ্চ 9 ফুট পর্যন্ত নিচে রয়েছে। বাংলাদেশে বোরো মৌসুমে সেচের জন্য ভূ-অভ্যন্তর থেকে 44 ইঞ্চি পানি ব্যবহার করেন কৃষকরা।এবছর কৃষকরা সেচ মৌসুম শুরুকরলেন 15 ইঞ্চি পানি কম নিয়ে। দেশে প্রায় 12 লাখ সেচ যন্ত্রের মাধ্যমে ইরি -বোরো মৌসুমে ভূ-অভ্যন্তর থেকে পানি তোলা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।