আমাদের কথা খুঁজে নিন

   

ইমোশন এবং বাস্তবতা

কয়েকদিন আবহাওয়া খুবই সুন্দর যাচ্ছে,বৃষ্টিসস্নাত পরিবেশ,ঝিরিঝিরি বৃষ্টি,বালিশ কম্বল নিয়ে বেশি বেশি ঘুম,গার্লফ্রেন্ডের সাথে বৃষ্টির অনুভুতি আদান প্রদান,বৃষ্টিতত­ ে ভেজা,জীবনটা হয়তো অনেকেরই অসাধারণ যাচ্ছে।আর উপভোগটা এমন না হলেও বাপের হোটেলে থেকে,বাপের খাওয়া খেয়ে,অথবা যেকোনো ভাবেই হোক তিন ববেলা খেয়ে পেট ভরাচ্ছি।অথচ এরকম বৈরী পরিবেশে ফুটপাতের ধারে জীবনের বেশিরভাগ সময় পার করা কিছু পরিবার যাদের মাথার উপর ছাদ অথবা পায়ের নিচে শক্ত মাটি কিছুই নেই, তাদের বৃষ্টিরর ইমোশন কোনো কাজে আসে না,বরং ক্ষুধার অন্নের জন্য হাহাকার আর বৈরীতা থেকে বেঁচে থাকার আকুতির মধ্যেই তাদের দিননিপাত হয়।বৃষ্টিতেতে ভিজে একাকার হওয়া রিকশাওয়ালা কখনই বৃষ্টি কেয়ার করে না,পরিবারককেই প্রাধান্য দেয়। বরং আমরা তিনবেলা খেয়ে কিছু ছোট ছোট সমস্যা, যেমন- আমি বড় একা,আজ বয়ফ্রেন্ড চুমু দেয়নি তাই মন খারাপ,আমার গার্ল্ফ্রেন্ড নাই কেন তাই মনখারাপ,আজ মেয়েটা ছাদে উঠল না কেন তাই মন খারাপ ইত্যাদি সামান্য সমস্যা নিয়া লঙ্কাকাণ্ড শুরু করি।আসুন তাদের বৃহৎ সমস্যার কথা নিয়ে কিছু করা এবং তাদের সমস্যার কথা ভেবে নিজের কিছু মনগড়া সমস্যাকে পর করে দিই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।