এটুকু শুধুই নিজের জন্য, নিজস্ব।। শব্দ ফুরিয়ে এলেও কথারা কিছু কিছু বাকি থেকেই যায়। তেমনি চাওয়া থেকে যায় কিছু কিছু- যদিও পুরণ করার আর দায় থাকে না। "মেনে" নেয়া আর "মানিয়ে" নেয়ার এই শহরে "মনে" নেয় কে কারে? আমরা হৃদয়ে গাঁথি কাঁটা- কেউ সময়ে ভুলে যায়, কেউ ভুলে যায় না। ঘড়ি দেখে দিন হয় রাত হয় আমাদের, আলো ছোঁয় না। তবুও চোখ বুজলেই আমাদের স্বপ্ন দেখার বাসনা...। আমরা বুড়ো হয়ে যাই, তবু বড় হই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।