আমাদের কথা খুঁজে নিন

   

জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু, আটক ২

পাবনা সদর উপজেলার হটরা গ্রামে যৌতুকের দাবীতে জামাইয়ের হাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জামাইয়ের মা ও ফুফুকে আটক করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, যৌতুক নিয়ে জামাই শ্বশুরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গত রাতে জামাই আজাদ হোসেনের সাথে শ্বশুর আন্তাজ আলীর মধ্যে ঝগড়া বিবাদ হয়।

এ সময় জামাই শ্বশুরকে মারপিট করলে সে মারাত্বক আহত হয়। পরে রাত ২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আন্তাজ আলীর (৭০) মৃত্যু হয়।

এ ব্যাপারে জামাই আজাদের পরিবারের লোকজন দাবী করেন বিয়ের সময় আজাদকে এক লক্ষ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলে তাকে সেই টাকা পরিশোধ না করায় প্রায়ই এ নিয়ে ঝগড়া বিবাদ চলছিল।

এ ঘটনায় পাবনা সদর থানা পুলিশ জামাই আজাদ পলাতক রয়েছে, তবে মা ও ফুফু আটক করেছে তারা।

তারা হলেন সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের হটরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও সিদ্দিক রহমানের স্ত্রী নূও নেছা (৪৮)। তাদেকে জিজ্ঞাসাবাদ চলছে বলে ওসি জানান। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।