আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের জামাইয়ের সাথে পরকীয়া করলেন যেই নারীরা তাদের কি বলবেন ? (সচেতনতামূলক পোষ্ট ))

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে কেস স্টাডি-১ মিতা(ছদ্মনাম) পড়েন ঢাকার একটি কলেজে । তিনি হোস্টলে থাকেন । কিন্তু তার ঢাকার বাড়ি আছে । কয়েকদিন পরই উনার মা উনাকে ফোন দিয়ে বলেন বাড়িতে থাকার জন্য । কিন্তু মিতা অপারগ !! কোনভাবেই তিনি বাড়িতে যাবেন না ।

এদিকে উনার মা বারবার হোস্টেল কর্তৃপক্ষকে ফোন দিয়ে তাকে হোস্টল থেকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি চান । শেষ পর্যন্ত না পেরে শিক্ষিকাদের দারস্স্থ হন মিতা । শিক্ষিকারা মিতাকে জিজ্ঞেস করেন , "উনি কেনো হোস্টেলে থাকছেন ?? তার মা বারবার মানা করা সত্ত্বেও কেনো তিনি তা ছেড়ে দিচ্ছেন না ?? " মিতা কান্না করতে করতে জানান , উনার মার বয়স প্রায় ৪২ এবং তার আব্বা মারা গেছেন । উনার বাবা মারা যাবার পরে তার মা'র সাথে ২৫ বছর বয়সের এক ছেলের অবৈধ শারিরিক সম্পর্ক গড়ে উঠে !! যখন ব্যাপারটা জানাজানি হয়ে যায় তখন মিতার মা মিতার সাথে জোর করে সেই ছেলের বিয়ে দিয়ে দেন !!! যাতে ব্যাপারটাকে সামলানো যায় !! আর তাই মিতা চায় না সেই ছেলের সাথে ঘর করতে । শিক্ষিকারা পরে কি ব্যবস্থা নিয়েছিলেন আমার জানা নেই ।

কেস স্টাডি-২ সুজন(ছন্মনাম) একটি বেসরকারি কলেজের শিক্ষক । বাসার অভিভাবকদের চাপে পরে বিয়ে করেন একজন অল্প বয়সের মেয়েকে । যাকে না-বালিকা বলা যায় !! কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বা মেয়ের মায়ের সাথে কোনভাবে সুজনের সম্পর্ক গড়ে উঠে । এবং সেই মেয়ের কাছে এই ঘটনা ফাস হওয়ার পরেও তিনি সামাজিকতার কথা চিন্তা করে সেই সুজনের সাথেই ঘর করছেন !! ঘটনা দুটি আমার খুব ঘনিষ্ঠ দুইজনের কাছে থেকে শোনা । তাই আমি এখানে এই দুটি ঘটনার উৎস বা কোথাকার কলেজের ঘটনা তা বললাম না ।

কিন্তু উপরের এই দুটি ঘটনা শোনার পরে আমার প্রথমেই যা মনে হয়েছে তা হলো - মানুষ এতোটা নিচু মানসিকতার পরিচয় কিভাবে দিতে পারে??!! নিজের স্বামীর অবর্তমানে এমন অনেক ঘটনাই হয়তোবা ঘটছে আমার চোখের আড়ালে । পুরুষ ও নারী এটা অবশ্যই দুইজনেরই নিম্ন-মানসিকতার পরিচয় তুলে ধরে এখানে । কিভাবে ২৫ বছরের একটা ছেলে পারে তার মা'র সমান বয়সের একজন নারীর সাথে এভাবে সম্পর্কে জড়াতে আর কিভাবেই বা নিজের স্ত্রীর বয়স কম বলে কলেজের একজন শিক্ষক পারে সেই স্ত্রীর মা'র সাথে সম্পর্কে জড়াতে ??!! আমরা কি সেই সমাজে বাস করছি যেখানে ঢালিউড , হলিউড আর বলিউডের নানান কাহিনি দেখে পথভ্রষ্ট হচ্ছে মানুষ । হয়তোবা এমনটা চলতে থাকলে এই পৃথিবী ধ্বংস হতে আর খুব বেশি দেরি নেই !! পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা মা যদি এভাবে তার সন্তানকে বলি দেন নিজের চারিত্রিক দুর্বলতা দূর ঢাকার জন্য তাহলে আমাদের কি বলা উচিত ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.