আমাদের কথা খুঁজে নিন

   

জামাইয়ের নাম ঠিক আছে তো ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

শোনা ঘটনা। গুরুত্ব দেয়ার কোন কারণ নেই। তবে ঘটনাটা মজার। আমার পরিচিত এক লোক কয়েকটা জাতীয় পরিচয়পত্র আমাকে দেখালেন। দেখলাম কতগুলো নাম ভুল আছে।

এমনকি কারো বাবা মায়ের নামও ভুল এসেছে। এই ভুল নিয়ে ঘটে যাওয়া ঘটনা। এক মহিলা ও তার স্বামীর জাতীয় পরিচয়পত্র দিয়ে গেছে। রাতে বাড়ি ফিরে ভদ্রলোক তার স্ত্রীর কাছে থেকে জানতে পারলেন যে, তার ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দিয়ে গেছে। তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন তার স্ত্রীকে , ভালো কইরা কার্ডটা দেখছ তো ? ক্যান - স্ত্রী সরলভাবে জানতে চায়।

দেহ তোমার জামাইয়ের নাম ঠিক আছে নি। নাকি আবার কোন হালার নাম তোমার জামাইয়ের নামের জায়গায় বহায়া দিছে। জাতীয় পরিচয়পত্র লইতে গিয়া শেষকালে বউ হারামু নাকি ? তাড়াতাড়ি তার স্ত্রী কার্ডগুলো নিয়ে নিশ্চিত করলেন যে, তার বউ তারই আছে। জামাইয়ের নাম ভুল হয়নি। ভাগ্যিস !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।