শব্দশিখা জ্বলে...
আ ব দু র র ব
উৎসমুখ থেকে ফিরে এসে দেখি
আমাকে না পেয়ে ফিরে গেছে তার রূপ।
তখনো ছায়ার পাতা কম্পমান।
শূন্যতায় শরীরের গন্ধ ছুড়ে হাওয়া!
আমার সমস্ত ঘ্রাণশক্তি,
সেই গন্ধবৃত্তে ঘুরপাক খায়;
এ নিয়তি তার রেখে যাওয়া প্রতিশোধ।
মানুষের গন্তব্যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই
কেউ যদি ফিরে যায় তা হলে কি থাকে, দুঃখ?
স্বপ্নের সমুদ্রে স্থির,
সে শুধু শীতল দৃষ্টি মেলে থাকা অন্তর্গত ক্ষয়
এই পথে গেলে যে আসে সে আর কখনো আসে না...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।