আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি



রোকসানা আফরীন তুমি মিথ্যে কথা বলে বলে আমাকে উদাস করেছ তুমি মিথ্যে কথা বলে বলে আমাকে নগ্ন করে খেলেছ নি ঠুর খেলা এখন ভালবাসার কথা বললে তুমি বলছ 'অসুস্থতা' এখন সাহসের কথা বললে তুমি বলছ'পাগলামি' এখন বিশ্বাসের কথা বললে তুমি বলছ'ইল্যুশন' তুমি পিকাসো হতে চাও হয়তো একদিন তুমি তাই হবে তুমি মাতিস অথবা মিরোর মত যোজন ব্যাপী মহাজাগতিক মায়া অথবা বিষাদের নগ্নতাকে আলোর অধিক স্পর্শে পুনর্বার জাগাতে চাইছ গ্রহন করছ অন্য নারী আর আমি সাপের ছোবলে পুড়ে লাশকাটা ঘরে শুয়ে আছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।