আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি

প্রনয় পরিচয়

এই ছিল নিয়তি আমার, বৃষ্টিতে ভিজে ভিজে, চলে যাওয়া বহুদুর শ্যওলা ভরা পুকুরে পা ডুবিয়ে বসে থাকা অবিরাম কষ্টের ভেতর সঙ্গি হওয়া দক্ষিণা হাওয়ার। এই ছিল নিয়তি আমার, অপেক্ষায় থেকে থেকে নীল চোখে দেখা যায় জলের দাগ অবসন্ন মনের দহনে নিজের ভেতরই খুজে ফিরি তোমা ছাড়া নিঝুম আধার। এই ছিল নিয়তি আমার, কাক ডাকা ভোরে, সবুজ ফসলের ক্ষেতে আমি এক কাক তাড়–য়া, বহুদিন দাড়িয়ে এক পায় সামনে আমার প্রতারনার পাহাড়। এই ছিল নিয়তি আমার, রোজ সন্ধায় বাড়ী ফেরা খালী হাতে একটা পেয়ালায় বিস্বাদময় জীবনের কড়া লিকার। এই ছিল নিয়তি আমার, ঘুমের ভেতর শুধু মাত্র স্বপ্ন দেখা,আবোল তাবোল ব্যর্থতার কষ্টিপাথরে আঘাতে আঘাতে ফিরে আসে স্বপ্ন তোমার। এই ছিল নিয়তি আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।