আমি হয়ত মানুষ নই,মানুষগুলো অন্যরকম।
রাতের তারারা বুঝি সব হারিয়ে গেল
হঠাৎ আসা কোন এক ঝড়ো বাতাসে,
আর তাতেই আমার জীবনের মতো
পৃথিবীও হয়ে উঠলো বিবর্ন।
আকাশের তারা সব তাকে ছেড়ে যেতেই
অন্ধকার নেমে এলো পৃথিবীর আঙিনায়,
যেমন নেমে এসেছিল আমার আঙিনায়
যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে,
জানি না কেন আমি দুঃখ পেয়েছিলাম
দুঃখ পাওয়ার কি-ই-বা ছিল তাতে !!
মানুষ তো মানুষকে ছেড়ে যাবেই
কে বা কার জন্য চিরদিন অপেক্ষা করে,
তাঁর কাছে সবাইকে হার মানতে হয়।
যখন তোমার আর আমার মাঝে তিনি এসে
দাঁড়ালেন হাত বাড়িয়ে পরম মমতায়
তুমি ফেরাতে পারনি তাঁকে
কেউ পারে না, পারেনি কখনো।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।