"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
প্যাকেজ জীবন
ভালবাসার উষ্ণ ছোঁয়ায়
মনটা আমার ফুরফুরে আজ,
ঘুরবো দুজন যেদিক খুশী
থাক পরে থাক হাতের কাজ।
যন্ত্র জীবন মন্ত্র দিয়ে
যায়নাতো আর পোষ মানানো,
চাইলে তুমি বদলে দিও
খুশীতে যদি হয় রাঙানো।
হুড খুলে আজ রিক্সা চলুক,
গনগনে রোদ মাথায় লাগুক;
চকবারে আজ ঠোঁট ভেজাবো,
মনের সুখে খুউব বেড়াবো।
এমন করেই ডাকবে যদি
সময় নিয়ে আর ভেবোনা,
কাছে থাকার প্রবল নেশায়
মনকে প্রবোধ আর দেবোনা।
বিজ্ঞাপণের চটুল ধাঁধাঁয়,
পণ্য সবাই এই দুনিয়ায়;
মনের সওদা হয় কদাচিৎ,
রূপ থাকলে হয় তার জিত্।
তোমার আমার ব্যস্ত জীবন,
টাকার চাকায় ঘুরছে এখন;
ভালবাসার প্যাকেজ নাটক,
বোকার বাক্সে রয় যে আটক।
মুখোশ এঁটে আর কতকাল,
বলবো “আমরা ভাল আছি”;
আজকে সবাই দেখুক চেয়ে,
সত্যিই দুজন কাছাকাছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।