Sometimes people deserve to have their faith rewarded.
শত শত গানের মধ্যে থেকে মাত্র ১২ টি গান খুজে বের করা খুবই কঠিন কাজ তাই এখানে কেবল আমার প্রিয় গান গুলি ই দিয়েছি ।
অন্ধকার ঘরে
অদ্ভুত সুন্দর খুব করুন একটি গান। ১০০ বছরেও এই গান পুরানো হবেনা আমার কাছে । যত বার শুনি, তত বার ই নতুন লাগে আমার কাছে । না শুনলে মিস।
এতোটা ভালবাসি- রিকল
আমি চাঁদের আলো হয়ে, তোমার কালো ঘরে, জেগে রই সারা নিশি, এতোটা ভালবাসি । দারুন একটি সফট মিউজিকের গান।
দূরে কোথাও - তৌসিফ
দূরে কোথাও আছি বসে। হাত দুটো দাও বাড়িয়ে। তৌসিফের গাওয়া চমৎকার একটি গান।
বিন্দু আমি - তাহসান
বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভিতর শুধু তুমি আছো। তাহসানের গাওয়া জনপ্রিয় একটি গান। প্রায় সবাই ই শুনেছেন। যারা শুনেননি, দেরি কইরেন না। লিরিক্স অসাধারন।
সেই তুমি - আইয়ুব বাচ্চু
এই গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই গান শুনেনি এমন কাউকে হয়ত পাওয়া যাবেনা । আইয়ুব বাচ্চুর এমন কোনো কনসার্ট দেখিনি যাতে এই গান গাওয়া হয়নি । ওয়ান অফ দ্যা বেস্ট অফ বাচ্চু !!
যত দূরেই থাকো - ওয়ার ফেইজ
যত দূরেই থাকো রবে আমার ই, হারিয়ে যেওনা কখনো তুমি ক্লাসিক সং অফ ওয়ার ফেইজ। শুনে না থাকলে শুনতে দেরি কইরেন না !!
প্রত্যাবর্তন - তাহসান
আমি আবার আর একটি বার তোমার প্রেমে পরতে চাই।
তাহসানের সর্বশেষ অ্যালবামের গান। মিউজিক ভিডিও টার শেষের দিক আমার খুব প্রিয় । ক্যান?? কমু না। দেইখা লন !!!
এত কষ্ট কেন ভালবাসায় - হাসান
আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায়। সবারই একই প্রশ্ন !!! কেনু এত কষ্ট !! কেনু কেনু কেনু ?????
সরলতার প্রতিমা - খালিদ
অনেকেই খালিদের এই একটা মাত্র গানের জন্যেই উনাকে চেনে।
আমিও তার ব্যতিক্রম নই । একটা মাত্র গান ই শোনা হয়েছে তার।
আমার স্বপ্ন গুলো - আগুন
আগুনের গান গুলির মধ্যে শোনা সেরা গান এটি। শুনলেই মন টা কেমন খারাপ হয়ে যায়।
পাগলা ঘুড়ি - তাহসান ও মিথিলা
তোমার হাসি তে সুখ খুজে পাই, তোমার মাঝে হারাই, এমনি ভাবে আজ বুঝেছি, ভালবাসি তোমায় মিথিলার লেখা ও তাহসানের গাওয়া অসাধারন গান।
নেই - তাহসান
আবারো তাহসান !! এটাও মিথিলার লেখা ও তাহসানের গাওয়া। হটাত ঝড় এসে বদলে দিলো সময়, নির্বাক বিস্ময়ে তুমি জানালে চিরবিদায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।