চোরের মার বড় গলা, ধরা পড়লেই হেলা ফেলা। দেশবন্ধু হোসেন মুহাম্মদ এরশাদ। দেশের বন্ধু না হলেও কিছু মানুষের বন্ধু বটে, যারা তাকে সামনের দিকে এগিয়ে নেবার ব্যবস্থা করতে সদা সচেষ্ট। এমন বন্ধু এজগতে পাওয়ার ভার। তবে এ কথা সত্য যে, বিপদের বন্ধু্ই প্রকৃত বন্ধু, এরশাদ যা হারে হারে টের পেয়েছেন। প্রসঙ্গ রোড মার্চ (বিষেশত গাড়ি মার্চ) এবং গাড়ি বহর: এগিয়ে যায় বীর দর্পে, ভাবখানা এমন যে "এজীবন মন সকলি দাও", কিন্তু থলের বিড়াল বের হতে আর কতক্ষনই বা সময় লাগে। হলোও তা। বিড়ার ঠিকই বের হলো এবং এরশাদ সাহেব কিঞ্চিত বন্ধুতার পরিচয় দিলেন, যা প্যাকেজের অর্ন্তভুক্ত। দেশের প্রতিটি নাগরিকের এমন একজন করে বন্ধুর জন্য আমি দাবি জানাচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।