কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
সানিয়ার ভাংছিল বিয়া, আমি হৈসিলাম খুশি,
সানিয়াকে পাওয়ার বাসনা এখনো মনেতে পুশি।
লালু মামুতো খুশিতে লিখছিল একটা ছড়া,
ঐখানে তার সাথে যুদ্ধ হইছিল কড়া।
দ্বিতীয়বারের মত আবারো খাইতে যাইতাছি ছ্যাকা,
ওরে তোরা কে কোথায় আছিস এই বিয়ে ঠেকা।
এইবার পাত্র নিয়া করা যাইবো না হেলাফেলা,
পেশা হইলো যার ক্রিকেট খেলা।
চিন্তায় শরীর হয়া যাইতাছে উষ্ণ,
শোয়েব মালিকরে নিয়াও উঠছে প্রশ্ন।
আগেই নাকি তার হৈছিল নিকাহ,
পাত্রীর নাম আয়শা সিদ্দিকা।
সময় ছিল ২০০২ মাস ছিল জুন,
এইবার বুঝি নিস্তার নাই হয়া যামু খুন।
সানিয়া তুমি ফিরে এসো পা ফেলোনা ফাঁদে,
তোমার জন্য দেখ পাহাড়ের কান্না কাঁদে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।