আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের টাকা চুরি

বৃহস্পতিবার রাতে বড়বাজারের শতীশচন্দ্র রোড শাখায় এ চুরির ঘটনা ধরা পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বড়বাজার শাখা অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এনামুল হক বলেন, বৃহস্পতিবার বৌদ্ধ পুর্ণিমার কারণে সরকারি ছুটি ছিল। এদিন রাতে ব্যাংকের মূল দরজার তালা খোলা দেখে স্থানীয়রা ব্যাংকের কর্মকর্তাদের খবর দেয়।
পরে তারা এসে ব্যাংকের মূল দরজার তালা এবং ক্যাশ ভোল্টের তালা ভাঙা দেখতে পান, বলেন এনামুল হক।
তিনি বলেন, “ব্যাংকের লকারে থাকা পাঁচ লাখ ৬৪ হাজার ১৯৪ টাকা চুরি হয়েছে।”
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, মডেল থানার ওসি মসিউর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি মসিউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি সংঘবদ্ধ চোরচক্র ঘটিয়েছে। তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় ব্যাংকের ওই শাখার প্রিন্সিপাল অফিসার এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.