আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জাতীয় গ্রিডে সমস্যার কারণে পুরো উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে জাতীয় গ্রিডের ভেড়ামারা-ঈশ্বরদী অংশে এই ত্রুটি দেখা দিয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) গ্রিড সংরক্ষণের কর্মকর্তারা জানিয়েছেন, কোথায় এবং কী ত্রুটি হয়েছে, তা তাঁরা মেরামতের চেষ্টা করছেন।
পিজিসিবির কর্মকর্তারা জানান, সিরাজগঞ্জে স্থাপিত সৌর বিদ্যুতের প্যানেল কালবৈশাখীতে উড়ে গিয়ে জাতীয় গ্রিডের স্থানীয় সার্কিটের ওপর পড়ে। তাতে দুটি সার্কিটই ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।


পিজিসিবি কর্মকর্তারা আরও জানান, ঘটনার আধা ঘণ্টা পর একটি সার্কিট চালু করা হয়েছে। তাতে কোনো কোনো জেলায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ক্ষতিগ্রস্ত অন্য সার্কিটটি মেরামত করতে সময় লাগবে। আগামীকালের আগে এটি চালুর হওয়ার সম্ভাবনা কম। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় বোরো ধানে সেচের সমস্যা হবে।

কারণ প্রতিদিন রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত বোরো খেতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিদ্যুৎ না থাকায় সেচকাজ ব্যাহত হবে। এ ছাড়া কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.