আমাদের কথা খুঁজে নিন

   

আসুন উত্তরবঙ্গে শীতার্তদের পাশে দাড়াই....

অঝোর ধারায় নেমে খরাকে মুক্তি দিয়ে, মুক্ত করবো শিকলে বিদ্ধ সিক্ত নয়ন । আর নয় নিয়তির নির্মমতায় পদদলিত হওয়া, কন্টাকীর্ণ অথৈ সাগর পাড়ি দিয়ে আনব ছিনিয়ে মুক্তির রক্তিম সূর্য । শীতকে বরন করে নেবার জন্য অনেকের অনেক রকম প্রস্তুতি । নতুন কম্বল কিনা, লেপ বানানো থেকে শুরু করে আরো অনেক কিছু । আর তাই এই সময়ে কিছুটা ব্যাস্ত সময় কাটান এই পেশায় কর্মরত কারিগররা ।

কিন্তু তীব্র শীতে যারা বিপর্যস্ত তাদের কথা কি আমরা চিন্তা করি ..? প্রায় প্রতি বছর ই আমাদের উত্তরবঙ্গে তীব্র শীতের সাথে লড়াই করে হেরে গিয়ে মারা যান অনেকই । হয় খবরের শিরনাম । যাদের দুবেলা খাবাই জোটে না তাদের শীতবস্ত্র কেনার বিষয়টিতো স্বপ্নের মত । হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়বে গোটা উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মানুষ । জবুথবু হয়ে পড়বে জন জীবন ।

এই শীতে মারাও যাবে অনেক লোক । গত বছর রংপুর বিভাগে মারা যায় ১৭ জন । এর মধ্যে রয়েছে পঞ্চগড়ে ২, রংপুরে ৫, কুড়িগ্রামে ৯ ও নীলফামারীতে ১ জন। এছাড়া চুয়াডাঙ্গায় ৩ ও সাতক্ষীরায় ১ জন মারা যায়। অন্যদিকে এসব অঞ্চলে আক্রান্ত হয়েছে কয়েকশ' ।

আমরা এবার চাই তীব্র শীতে কেউ যেন আর মারা না যান । কেই যেন খবরের শিরনাম না হয় । আসুন আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে এই সব অসহায় শীতার্তদের পাশে দাড়াই । । আমাদের ১৬ কোটি মানুষের মধ্যে এই মানুষটাও একজন অথচ সবার মত কাটে না তার দিন।

একজন দিনমজুর হয়ে সারাদিন পরিশ্রম করে দুই বেলার আহার যোগার করতেই যে হিমশিম খেয়ে যায় কি করে সে লাগব করবে ভয়ঙ্কর তিব্র শীতে কিছু গরম কাপরের অভাব। শিতের হাত থেকে বাঁচার জন্য কত রকম ই না সুযোগ খোজে একসময় সইতে না পেরে হয়তবা শিতের তিব্রতার কাছে হার মানে। আমাদের চোখের শাম্নেই ঘটে এই ঘটনা। কিন্তু একটি বার ভাবুন, আমরাই পারি। আমরাই পারি এদেরকে একটু শান্তনা দিতে।

আমাদের এক্তিউ সহযোগিতা, একটু হাত বারিয়ে দেয়া অদেরকে বাচাতে পারে শিতের তিব্রতার হাত থেকে। তাই আসুন আমরা ওদের পাশে দাড়াই। একজন মানুষ হিসেবে বাড়িয়ে দেই আমাদের সহমর্মিতার হাত। প্রত্যেক উদারনৈতিক মন-মানসিকতা থাকা অপরিহার্য। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা।

তাই দেশের সর্বস্তরের ধনাঢ্য, বিত্তবান, শিল্পপতি ব্যবসায়ী যাঁরা আছেন, তাঁদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এ শীতের মৌসুমে শীতার্ত, গরিব, অসহায়, দুঃখী মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী নতুন বা পুরাতন কিছু শীতবস্ত্র দিয়ে অকাতরে সাহায্য করুন। বিপদ-আপদে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাহায্যের হাত বাড়াতে সক্ষম হই এবং পৃথিবীর কোনো মানুষকে অবহেলা বা অবজ্ঞা না করে তাদের সাহায্যে এগিয়ে আসার অনুরূধ জানাচ্ছি । কোনো ধর্ম, জাত, কুল বা বংশ নয়, মানুষ নামের শ্রেষ্ঠ সৃষ্টিজীবকে যেন হৃদয় ও মনপ্রাণ দিয়ে সাহায্য-সহযোগিতা ও আর্তমানবতার সেবায় এগিয়ে যাই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.