আমি কিছুই লিখব না।
বৃষ্টি স্বল্পতায় আমন চাষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে উত্তরবঙ্গে কৃষকদের গভীর নলকূপগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান ।
তিনি বলেন, "বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলে সুপ্ত খরা চলছে। উপকূলীয় অঞ্চলে মোটামুটি বৃষ্টি হলেও উত্তরাঞ্চলে বৃষ্টি নেই বললেই চলে।
বৃষ্টির অভাবে এ অঞ্চলের কৃষকরা রোপা-আমন চাষের জন্য জমি তৈরি করতে পারছে না।
"তাই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ৯,৪৭০টি গভীর নলকূপে আমরা বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। আজ (বুধবার) থেকেই তাদের নলকূপগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে। "
এ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান কৃষিমন্ত্রী।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের ১৬টি জেলায় ২৬ লাখ হেক্টর আবাদী জমি রয়েছে।
বৃষ্টি স্বল্পতার কারণে সেখানে আমন চাষের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে কয়েকদিন ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে।
এ প্রসঙ্গে মতিয়া বলেন, "এ সমস্যা নিয়ে আজ (বুধবার) প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি। তিনি প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেছেন। এরপর এ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। "
তিনি জানান, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ দিতে অতিরিক্ত ৮ কোটি ৪ লাখ টাকার মতো লাগবে।
অগ্রিম অর্থ হিসেবে ৩ কোটি ২৩ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হলে অর্থমন্ত্রী তা অনুমোদন করেছেন। কৃষককে বিনামূল্যে বিদ্যুৎ দিতে গিয়ে যে খরচ হবে কৃষি মন্ত্রণালয় তা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে পরিশোধ করবে।
বরেন্দ্র অঞ্চলে ডিজেল চালিত সেচ পাম্পের জন্য সরকার কিছু করবে কিনা জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী বলেন, "আমরা আপাতত এটাই করবো। এর আগে খরা হয়েছে, কিন্তু কৃষকের জন্য এমনভাবে কেউ কি করেছে?"
বরেন্দ্র অঞ্চলের বাইরে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে কি না-এ প্রশ্ন করা হলে তিনি বলেন, "মূল সমস্যা উত্তরবঙ্গে। অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে।
"
এখানে কথা হচ্ছে, মানুষ টাকা দিয়েই বিদ্যুৎ পাচ্ছে না, আবার বিনামূল্যে। গাছে গাব গোফে তেল, মামা বাড়ির আবদার পাইছে আর কি ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।