তত্ত্বাবধায়ক সরকারের দাবি জোরালো করতে দেশব্যাপী বিএনপির সাংগঠনিক কার্যক্রমের দিনক্ষণ এরই মধ্যে ঠিক করা হয়েছে। অন্যান্য জেলার ন্যায় হবিগঞ্জেও জেলা বিএনপির জরুরি সভা আহ্বান করা হয়েছে।
কেন্দ্রে থেকে পাওয়া চিঠিতে অন্যান্য নেতার সঙ্গে এম ইলিয়াস আলীও উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে হবিগঞ্জে পাঠানো চিঠিতে। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে একটি চিঠি জেলা বিএনপি সভাপতি ও সেক্রেটারি বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২৯ আগস্ট সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে জেলা বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শমসের মুবিন চৌধুরী। এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে এম ইলিয়াস আলীকে।
এছাড়া রয়েছেন জেলা বিএনপি সভাপতি সৈয়দ মো. ফয়সাল, সাধারণ সম্পাদক আলহাজ জিকে গউছ, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের এমপি শাম্মী আক্তার, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি শেখ সুজাত মিয়া।
এদিকে এম ইলিয়াস আলীকে সদস্য রাখায় জেলায় গুঞ্জন উঠেছে ২৯ তারিখের সভায় তিনি উপস্থিত থাকবেন! বিষয়টি নিয়ে জেলার সর্বত্র চলছে তোলপাড়।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ জিকে গউছের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্র থেকে পাঠানো চিঠিতে টিমের এক নম্বর সদস্য হিসেবে এম ইলিয়াস আলীকে রাখা হয়েছে। উপস্থিত থাকবেন কিনা—এ বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই চিঠিতে।
জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা যায়, ইলিয়াস আলী জরুরি সভায় উপস্থিত থাকবেন বলে যা প্রচার হচ্ছে—এটা গুজব।
সুএ: আমার দেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।