আমাদের কথা খুঁজে নিন

   

হবিগঞ্জ সমগ্র



একসপ্তাহে একটা শহরকে যতটা চেনা যায়, আমার চেনাও সেইমতো। হবিগঞ্জ শহরটা একটা ক্রম বর্ধিষ্ণু শহর। গত সরকারের আমলে অর্থচোর সাইফুর রহমানের নাকি শখ ছিল হবিগঞ্জ থেকে ফের নির্বাচনে দাড়াবে। হয়তো তাই বেশ কিছু কাজ করেছে। তার মধ্যে খোয়াই নদীর ব্রিজ আর টাউন হলটা অন্যতম।

আজমিরীগঞ্জ, চুনারুঘাট, লাখাই, নবীগঞ্জ, বাহুবল, মাধবপুর প্রায় সব উপজেলায় আমি গেছি। আজমিরীগঞ্জ ছাড়া প্রায় অন্য সব উপজেলার রাস্তাঘাট ভাল পাকা। নবীগঞ্জতো অনেকাংশে জেলা শহরকে ছাড়িয়ে গেছে। হবিগঞ্জের বেশ কিছু লোক লন্ডনে আমেরিকায় থাকে ফলে শহরতলীতেও বেশ মনোরম দালান কোঠা হচ্ছে। তবে যেটা দেখে সবচাইতে আনন্দ পাইছি তাহচ্ছে হবিগঞ্জ পাবলিক লাইব্রেরীটা।

30হাজারের ওপর বই আছে এই লাইব্রেরীতে। দুইতলা এই লাইব্রেরীর ওপরে আবার সব ইংরেজী বই। পিজি ওডহাউস, মার্ক টোয়েন, জেম জয়েসের বই গুলো এখানে কারা পড়ে। ভাল লাগল। কেউ না কেউ নিশ্চই পড়ে।

আর বাহুবল থানায় জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম রম্য লেখক সৈয়দ মুজতবা আলী। চুনারু ঘাটের চন্ডীগড়! চাবাগানে খুব ভাল লেগেছে। দেখা হয়ে গেছে খোয়াই আর সুতাং নদীর সাথে। লোকজন বেশ আন্তরিক। ভাল লেগেছে সব মিলিয়ে হবিগঞ্জ।

। গুডলাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.