তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি
দৃষ্ট বিভ্রমে যদি না দেখা যায়
তবে তাই হোক, তবে হোক দৃষ্ট বিভ্রম আবারও
আমি ভুলতে চাই বিস্মরনের নদী, লাল গোলাপের বাগান।
আধারের বুকে একফালি চাঁদের কচি টুকরো টুকরো চিত্র।
বিন্ধুর মাঝে সিন্ধুর গভীরতা, বৃত্তের মাঝে ভূগোলের মানচিত্র।
আমি দৃষ্ট বিভ্রমে বিশ্বাসী নই। দৃষ্টির আছে শুধুই সীমাবদ্ধতা
আমি ঘোর বিশ্বাসী মনোবিজ্ঞানে, যার গতিবেগ অতিক্রম করে
হাজার হাজার আলোক বর্ষ মাইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।