আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের বিনা মূল্যে চিকিত্‍সা সেবা প্রদান



বগুড়া, ৬ মার্চ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট্রের উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে বগুড়া সদর উপজেলান ফাঁপড় ইউনিয়নের পল্লী মঙ্গল স্কুল চত্বরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিত্‍সা ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন৷ জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিত্‍সক পরিষদের (স্বাচিপ) ব্যবস্থাপনায় দরিদ্র রোগীকে সেবা চিকিত্‍সা প্রদান করা হয়৷ বগুড়ায় ছিল দশম চিকিত্‍সা ক্যাম্প৷ এই চিকিত্‍সা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা বিএমএ'র সহ-সভাপতি ডাঃ আব্দুল খালেক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হক, বিএমএ'র জেলা সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল, স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডাঃ শামীর হোসেন মিশু, ফাঁপোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুর রাজ্জাক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন শফিক প্রমুখ৷ শনিবার দিনভর চিকিত্‍সা ক্যাম্পে মেডিসিন, সার্জারী, গাইনী, শিশু, চর্ম, নাক কান গলা, চক্ষু বিশেষজ্ঞসহ প্রায় ৫০ জন চিকিত্‍সক চিকিত্‍সা সেবা প্রদান করেন৷ অনুষ্ঠানে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.