আমাদের কথা খুঁজে নিন

   

গন্ধটা হৃদয় পোড়ার

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

তুমি বলতে পার মানুষ কেন প্রেমে পড়ে? কেন সে ভালবাসার বিশালতায় কাতর হয়? অনেকদিন পর আজ আমার শূন্য ঘরের রোয়াক বেয়ে পড়া বৃষ্টির অনুরননে কেন যেন তোমার জন্য মনটা কেঁদে উঠল আর একবার। তোমাকে এক মুহুর্তের জন্যও ভুলতে পারিনি যদিও। তবুও দুঃসহ এক কষ্টের অভিঞ্জতায় ভেসে গেল দু'চোখের আঙিনা। মনের অজান্তেই অনেকক্ষণ কাঁদলাম। ঝরে ঝরে প্লাবিত হল স্মৃতির ঘর কন্যা ।

কেঁদে কেঁদে ব্যথিত করে তুললাম তোমার জন্য আমার সকল বিসর্জন। জানি তোমার জন্য কেঁদে আর কিছুই হবে না। তুমি আর আগের মতো নেই। সেদিনের সকল স্বপ্ন আশাকে তুমি কবেই ভাসিয়ে দিয়েছ নিদারুন গঙ্গায়। তবুও আমার অঝোরে ঝরা বৃষ্টির মতো এই গাঢ় মৌণ বিসর্জনে অনেকটা নমনীয় হলো হৃদয়ের অবুঝ আবেগ।

তুমি কি জান, আমার এখন সময় কাটে দারিদ্রে মুষরে থাকা অন্ধকার ঘরের কোণটায়। অন্ধকারটা বড় বেশী ভাল লাগে আজকাল। অন্ধকারে কোন এক তীব্র মোহনীয়তা আচ্ছন্ন করে রাখে চোখের নির্লিপ্ত পাতা। চোখবুজে অনায়সে চলে যাওয়া যায় অতীতের বিমর্ষ স্মৃতিগুলোতে। মনে পড়ে কোন এক হিনণ্ময় বিকেলে তুমি আমার কাঁধে মাথা রেখে বলেছিলে `এভাবেই যেকোন কঠিনতায় কাটিয়ে দেয়া যায় দীর্ঘ দিবস-রজনী।

' কেন সেদিন তুমি মিথ্যা বলেছিলে আমায়? মিথ্যা স্বপ্নে বিভোর করে তুলেছিলে আমার দিনমান। ভালবাসা কি মিথ্যা হয়? হয় হয়তো । আমি আজও মানিনা। আমি আজও ভালবাসি তোমার মিথ্যাকেই। জানো কি আজ তুমি বিনা আমার এ বুকে চোখের অশ্রুতা ঘুমিয়ে থাকে।

যখন রাতের অন্ধকারে আকাশের বিশালতায় মধু পূর্নিমার মুঠো আলো এসে আমার কপাট ভাঙ্গা জানালা ঘেষে দাঁড়ায়, তখন জ্যোৎস্নার আদ্র ছোয়ায় ছুঁয়ে যায় আমার সকল দুঃখঅশ্রু। স্বপ্নগুলো পাতা উল্টাতে থাকে ড়ায়রির। কোন গোধুলি বিকেলের রক্তিমতায় তোমাকে নিয়ে হারিয়ে যাওয়া, খোলা আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে দেখতে কাটিয়ে দেয়া রাত, মোহাচ্ছন্ন স্নিগ্ধ সকাল, শঙ্কচিল দুপুর থেকে আবার ক্লান্ত বিকেল। মায়াময় ছায়ায় শুয়ে তোমাকে শোনাতাম আমার কাদামাটি শৈশবের দুরন্ত গল্পগুলো। তুমি আজ আর আমার নও।

বাস কর অন্য কারো স্বপ্নের মাঝে। আমি কিন্তু এখনো তোমাকেই ভাবি। এখনও আমার অশ্রুঝরা হাহাকার নিয়ে ব্যর্থতার গল্প বুনি। হৃদয় পোড়া গন্ধ নিয়ে কাটাই রৃষ্টিঝরা বিকেল। ভাঙ্গা জানালা দিয়ে উদ্যত আকাশের তারা আজও দেখি।

তুমি কি ঐ আকাশের তারাগুলোর মতো অস্পৃশ্য হয়ে গেছ? তাই চেয়েই থাকি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।