বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
চিন্তা করতে পারেন কেউ মানুষ একটা সিম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। লম্বা লাইন দিয়ে রাজপথে শুয়েছিল। সেই সিম পাওয়ার পর তাদের মোহ ভঙ্গ হলো খুব তাড়াতাড়ি।
আমি টেলিটকের সিমের কথা বলছি। আমি নিজও অনেক কাঠ খড় পুড়িয়ে একটি সিম জোগাড় করতে পেরেছিলাম। অন্য সবার মতো আমারও স্বপ্ন ভঙ্গ হয়েছে। সবার মতো আমিও দারুণ হতাশ।
আমি চাই দেশের টাকা দেশেই থাক।
কিন্তু যখন সেবার মান খারাপ হবে তখন আর কেউ এটা ব্যবহার করবে না । আর সেবার মান খারাপ বলেই নতুন অপারেটর এসে গ্রাহক সংখ্যা কোটি ছাড়িয়ে গেলেও টেলিটক আজ পর্যন্ত আগের মতোই আছে।
প্রতিযোগিতামূলক বাজারে বিশেষ কোন সুযোগ-সুবিধা দিতে না পারলে মানুষ কেন টেলিটক ব্যবহার করবে। তাই আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে টেলিটককে কতগুলো সুবিধা দেবার প্রস্তাব করছি। আমি আশা করছি তারা আমার প্রস্তাবটি ভেবে দেখবেন।
১. একটি নম্বরে সব সময় ফ্রি কথা বলার সুযোগ দিতে হবে। এতে একটি পরিবারে কমপক্ষে দু’টি সিম চালু থাকবে। পারিবারিক প্রয়োজনে ২৪ ঘন্টা যোগাযোগ রাখা সহজ হবে।
২. একটি নম্বর থেকে এসএমএস এলে সাথে সাথে ঐ নম্বরে ফ্রি উত্তর দেবার সুবিধা দেয়া যেতে পারে।
৩. শ্রীলংকার মোবিটেল বিদেশে কল করার জন্য বিশেষ ধরনের কার্ড (Mobitel Hot IDD Rs.250)ছেড়েছে যাতে ১৫ মিনিট মোবিটেল টু মোবিটেল ফ্রি কথা বলা এবং ২০ টি এসএমএস ফ্রি পাঠানো যায়।
বিদেশে কথা বলা যায় অনেক কম খরচে। এমন একটি ব্যবস্থা টেলিটক্ও করতে পারে।
৪. মাসিক ৫০০ বা ৬০০ টাকার বিনিমিয়ে সকল টেলিটক নম্বরে কথা ফ্রি করে দিতে পারে। মাসে ৬০০ টাকা বিল একেবারে কম নয়। এক লাখ গ্রাহক মাসে ৬০০ টাকা করে বিল দিলে অনেক টাকা ।
৫. কম খরচে ইন্টারনেট সেবা দিতে হবে।
৬. বিদেশে কল করার জন্য বিশেষ প্যাকেজ দিতে হবে। মানুষ কেবল বিদেশের কল রিসিভ করতে চায়। কারণ কম খরচে কল করা যায় না। কম খরচে বিদেশে কল করতে পারলে টেলিটকের গ্রাহক বাড়তে পারে।
কয়েকটি বিদেশী অপারেটরের সাথে তুলনা করে বেশ কিছু আকর্ষণীয় সেবা দিতে পারলে আমার বিশ্বাস মানুষ দেশের টাকা দেশে রাখতে ঠিকই টেলিটক ব্যবহার করতে এগিয়ে আসবে। কারণ এখনো লাখ লাখ মানুষ আছে যারা দেশকে ভালবাসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।