কেএসআমীন ব্লগ টেলিটক বা ঠেলিঠগের ৩জি চালুর ব্যাপারে কারও কোন আগ্রহ থাকা উচিৎ ন। যখন টেলিটক চালু হয় সেই ৬/৭ বছর আগে, তখনও বলেছিলাম যে, এটার কোন প্রযোজনীয়তা নেই। জনগণ এর থেকে কোন সেবা পাবে না। সরকারী কিছু লোকজনের পকেট ভারী হবে। হয়েছেও তাই, পুরোটাই এখন এক লুটপাটের কারখানা... কতিপয় মন্ত্রী, সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, ও মিডিয়ার অতি আগ্রহের কারণেই টেলিটকের সৃষ্টি... এখন এরাই নাকি ৩জি সার্ভিস চালু করবে এবং এককভাবে!!! এখানে এতো প্রত্যাশা আসে কোথা থেকে? যারা এত প্রত্যাশা করছেন তারা কি টেলিটকের সাথে কোন না কোন ভাবে সংশ্লিষ্ট? তাহলে ঠিক আছে... এতে আপনাদের আসল(!) উদ্দেশ্য সফল হবে... নিশ্চিত করেই বলা যায়, যারা ২জি সার্ভিস দিতে পারে না, তারা ৩জি সার্ভিস দেয়ার প্রশ্নই আসে না। মনোপলি করে দু'এক মাসে কিছু গ্রাহক হয়তো পাওয়া যাবে, তারাই আবার অন্যত্র সুইচ করবে যখন অপেক্ষাকৃত ভাল সার্ভিস পাওয়া যাবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।