এই ধরাতে জন্মে তার শুধা খুঁজছি
এম এ ক্লাসে পড়ার সময় টেলিকমিনিকেশন শিরোনামের একটি বিষয় আমর পড়তে হয়েছিল। তখন এদেশের একমাত্র সরকারি মালিকাধীন মোবাইল কম্পানী টেলিটক বাংলাদেশ লিঃ নিয়ে অনেক মন্তব্য করেছিলাম। সেসব মন্তব্যের কিছু কিছু অংশ বাদ দিলে প্রায় সকল ক্ষেত্রেই সঠিক বলে বিবেচিত হয়েছে বর্তমানে। যেসব মন্তব্য করেছিলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলম সঠিক পরিকল্পনার অভাব, যর পুরটাই এখন পর্যন্ত সত্য। বর্তমানে যা খুজেঁ পাই তা হচ্ছে এই সংস্থাটির জনবল খুবই কম এবং যা আছে তার সিংহ ভাগই একেবারে সর্বনিম্ন স্তরে, যাদের বেতন কাঠামো বর্তমান সময়ের ক্ষেত্রে একেবাই নিম্ন।
অন্যদিকে এই সংস্থাটির বয়স পাঁচ বছর পর্ হয়ে যাচ্ছে অথচ এখনো পর্যন্ত এর অর্গানোগ্রাম ও হয়নি। কর্মচারীদের প্রমোশন হয়না দীর্ঘদিন ধরে। ফলে এই সংস্থাটির চাকরীরত কর্মকর্তা-কর্মচারীরা হতাশ। অধিকিন্তু এই অবস্থায় অনেক দক্ষ কর্মকর্তা-কর্মচারী ভাল সূযোগ পেয়ে এই সংস্থাটি ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে যারা যারা যাচ্ছেনা তরাও হতাশায় কাজ কর্ম করে যাচ্ছে।
এই অবস্থায় কম্পানীর উন্নয়ন কিভাবে হবে? কিভাবে জনগনের আশা পূরণ হবে? কিভাবে দেশের টাকা দেশে থাকবে? কিভাবে দেশের উন্নয়ন হবে? অথচ বিদেশী মোবাই কম্পানীগুলো ভাল পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এ দেশের সমস্থ টাকা-পয়সাও নিয়ে যাচ্ছে একই গতিতে।
আপনাদের কাছ আমার প্রশ্ন কি করা যায় এখন??
আপনাদের অনেকের কাছ থেকে অনেক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগল। অনেক ভাল ভাল মন্তব্য প্রয়োজনীয় নির্দেশনা আপনারা দিয়েছেন। তবে হয়তো আরো কিছু বিষয়ের ওপর আপনাদের নজর পড়ে নি অথবা আপনার চিন্তা করেন নি।
আমি কিছু কিছু কী পয়েন্ট উল্লেখ করেছিলাম, যেগুলোর ওপর ভিত্তি করে আপনার আরও সুন্দর কার্যকর দিক নির্দ্শনা দিতে পারতেন। যেমনঃ
* সঠিক পরিকল্পনা
*সরকার হতে অর্থ বরাদ্দ
*পতিষ্ঠানের অর্গনোগ্রাম তৈরী
* কর্মকতা-কর্মচারীর বেতন কাঠামো
* কর্মকতা-কর্মচারীর পদউন্নয়ন
*সঠিক ব্যবস্থপনা
* জনবল বৃদ্ধি
*নেটওয়ার্ক সমৃদ্ধি
*প্রচার-প্রচারণা
উপরের কী পয়েন্টগুলো মারাত্মকভাবে টেলিটকে অনুপস্থিত রয়েছে। এগুলোর সমাধান যত দ্রুত করা যাবে তত দ্রুত টেলিটক উন্নয়ন হবে। সেই সঙ্গে সঙ্গে আমারে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। দেশের টাকা দেশে থাকবে।
আপনি কী বলেন ভাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।