আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে নাচতে পারি নাই, তয় ভুমিকম্প আমারে নাচাইয়া গেল

ুাুিইাু্

খেলা দেখছি আর জুন আপির একটা লেখা পড়ছি। লেখাটা পড়ে মাথাটা এমনিতেই ঘুরতেছিল। একটু পরে দেখি আমার বেড নাচতেছে। সাথে আমার পায়ের উপরে রাখা লাপটপ অ দেখি নাচে। আমি পরলাম মাইনকার চিপায়।

নিচে বেড নাচে উপরে নাচে লাপটপ। তাইলে আমি কি নাচলাম? জীবনে নাচনের সু্যোগ হয়নাই। তয় আজেক ভুমিকম্প আমারে বোধ হয় নাচাইয়া গেল। একটা গান খুব গাইতে ইচ্ছে করছিল। অ যে কমলা সুন্দরি না কে আছে না।

মিলার গান। রুব্বানও নাচে কোমর দুলাইয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।