আমাদের একটা মানুষের সমাজ লাগবে লম্বা উচু ভদ্রলোক লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে তুলল সাদা মাইক্রোবাসে। ভদ্রলোক ডিবি পুলিশের সদস্য হবেন বলে বোধ হলো। ভেতরে ঢুকিয়ে পা তুলে লাথি দেয়ার ভান করলো, বললো "পিছে যা"
বান্দা আজ্ঞাবাহী, পিছনের সিটে গিয়ে বসলাম। সাথে সাথে তিন জন লোক হুড়মুড় করে ঢুকে বসলো মাইক্রোতে। আর আমাকে হ্যান্ডকাফ পড়িয়ে মাইক্রোর এর রডের সাথে আটকে রাখলো।
তাদেরকে দেখে দুনিয়ার কোন লোক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি বলে ঠাহর করবে না, তাদেরকে আমার খুনে সন্ত্রাসীদের মতোই ঠেকছিল। তারা আমাকে উদ্দেশ্য করে অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছিল এবং কিছুক্ষন পর পর উঠে এসে আমার বাম কাধে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছিল।
একটু পরে শটগান বের করে আমার তাক করে বললো "....এর বাচ্চা মিছিল মারাস একদম গুলি কইরা দিমু", মেয়েদের( শব্দটা ছিল ভয়ানক আপত্তিকর) নিয়া মিছিলে নামাই দিছোস তোরে পিটাইয়া .....।
আমার মনে ভীতির অনুভুতি তৈরী হয়ে গেছে, তারা ফোন দিল "স্যার ঢালে নিমু না থানায় নিমু?" উত্তরটা শুনতে পারলাম না, মাইক্রোবাস ঘুরিয়ে ফেলল। একটু পর পর আমার বাম কাধে ওরা লাঠির বাড়ি দিয়েই যাচ্ছে, শেষে সাড়ে ১১ এর আশেপাশে কোন এক জায়গায় এক লুঙি পরা লোককে তারা মাইক্রোতে তুললেন, সে এসে আমার পকেট সার্চ করা শুরু করলো।
আমার অত্যন্ত ভাঙ্গা মোবাইলখানি পকেটস্থ করলো, আর পকেটে টাকা না পেয়ে কষে একখান গালি দিলো। বললো " খয়রাতির বাচ্চা তোর রাজনীতির....."।
সেই লুঙি পরা ভদ্রলোক আমাকে অস্ত্র মামলায় ফাসিয়ে দেবার ভয় দেখাল, পকেটে একখান গুইজা দিমু নাকি ভাই। উত্তরটা মনে হয় "না সূচক" ছিলো, না হইলে ফেসবুকে কেমনে বইসা আছি। থানার কাছে নিয়ে এসে শেষ একখান মনমতো বাড়ি দিয়া তারা আমাকে পুলিশের কাছে সোপর্দ করল।
বি.দ্র. গতকাল ২২মে ২০১৩ বাম-মোর্চার সমাবেশ থেকে গ্রেফতার হবার পর।
আবার বি.দ্র. বাংলাদেশের "ভদ্রলোকেদের!!!" পরিচয় আবার নতুন ভাবে উপলব্ধি করলাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।