আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কাছে দেশ বিক্রির তীব্র প্রতিবাদ জানাচ্ছি!! আপনারাও প্রতিবাদ জানান!

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতে গিয়ে দেশ বিক্রি করে এসেছেন। প্রথমে কথাটি বিশ্বাস না করলেও এখন অনেক প্রমান দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তাই আমি এর প্রতিবাদ জানাচ্ছি, আপনারাও প্রতিবাদ জানান। দেশ বেচার প্রমানসমূহঃ যেহেতু হাসিনা ১০০ কোটি ডলারের আশ্বাস নিয়ে এসেছেন। কোন কিছু বিক্রি না হলে টাকা আসে কি করে? দেশ বেচার ধাপ সমূহঃ কাল খবরে দেখলাম ওয়ারিদ ফোন বিক্রি হয়ে এয়ারটেল হয়ে যাচ্ছে। আগামীতে আরো যা যা হবে- আমাদের ময়ূরী (উনি এখন নায়িকা সনামধন্য বটে) মাল্লিকা হয়ে যাবে। আমাদের শাহাদাত হোসেন কপিল দেব হয়ে যাবেন (কাল প্রমান পেয়েছেন কি?) আমাদের নাফিস-আশরাফুলরা শেহবাগ-টেন্ডুলকার হয়ে যাবেন (আজ প্রমান পাবেন) আরো অনেক কিছু হবে যা সময়ই বলে দেবে এভাবে ধীরে ধীরে তো পুরো দেশটিই ভারত হয়ে যাবে অতএব আসুন প্রতিবাদ জানাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.