একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
মাত্রাতিরিক্ত হারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ (লোডশেডিং) রাখার প্রতিবাদে মাথা ন্যাড়া করে মানববন্ধন করেছে গাজীপুরের একটি এলাকার শতাধিক বাসিন্দা।
শনিবার সকাল ১১টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরে ন্যাড়া মাথার এই বাসিন্দারা 'লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ' লেখা ব্যানার নিয়ে মিছিল বের করেন।
বিক্ষোভকারীরা কালিয়াকৈর বাসষ্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আঞ্চলিক কার্যালয়ে যায়।
বিদ্যুৎ কার্যালয়ের সমানে মো. ইস্্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- শাহ আলম, মো. শামিম, আবুল কালাম, আব্দুল মান্নান প্রমুখ।
এরপর তারা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধন করে।
এতে এলাকার আরো কয়েকশ' মানুষ যোগ দেয়।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।